অনলাইন ইনকামফ্রিল্যাসিংমাইক্রো জব

যেসব কারণে আপনি অনলাইন থেকে আয় করতে পারছেন না

অনলাইন থেকে আয় করতে পারছেন না/ Reasons why you are not able to earn from online. Today we are discous about why you are not able to earn money from online.

 

Online Income BD

Online থেকে টাকা ইনকাম করার ইচ্ছা যদি মনের মধ্য থাকে, আর আপনি বিভিন্ন জায়গা। বিভিন্ন প্লাটফর্ম থেকে ইনকাম এর চেষ্টাও করেছেন।

এই বাংলা আর্টিকেল আপনার জন্য লেখা হয়েছে। কারণ আমরা কিছু অনলাইন এর অসাধু লোকের মিষ্টি কথায শুনে ভুল করি।

আপনার মতো আমিও ভুল পথে ঘুরেছি অনেক দিন। যারা অনলাইন এ নিজের ক্যারিয়ার গড়ত  চায়, তারা প্রথমে ভুল করে এমন কোন মানুষ এর দেখানো রাস্তা পা দেয়, যাদের নিজেদেরই কোন ঠিক থাকে না।

আমি নিজে যখন সিদ্ধান্ত নিলাম যে online এ কিছু একটা করবো, তখন youtube এ যেয়ে সার্চ দিলাম ” online income bd ” লিখে। তার পর কয়েক টা ভিডিও দেখে মনে হলো এতো বাম হাতের কাজ।

তার পর ওদের কথা মতো কয়েকটা অ্যাপ ডাউনলোড করলাম। ad এ ক্লিক করতে লাগলাম। আরো কত কি….. যাইহোক সে কথা নাই বা বলি।

আমি ওখান থেকে যা শিখলাম তাই বলি।

মনে রাখবেন যারা বলে “এক ক্লিক এ এতো টাকা অত টাকা।”  ” দশ মিনিট কাজ করে বড়লোক হয়ে গেলাম ” তারা আসলে বেশিরভাগ ধোকাবাজ। এ সব ধান্দা বাজ থেকে যতটা সম্ভব দূরে থাকুন। আবার ভেবে বসবেন না যে অনলাইন থেকে ইনকাম করা এক দম কঠিন। আসলে সঠিক পথে ধর্য ধরে কাজ করে গেলে এটা খুব সহজ।

 

আজকে আমরা দেখবো যেসব কারণে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করা থেকে পিছিয়ে আছেন। যাতে করে আপনি ঐ কারণ গুলো চিহ্নিত করে নিজেকে দুরে রাখতে পারেন।

এর পরের আমরা দেখবো কোন কোন platform থেকে আসলেই ইনকাম করা যায়। এবং সেটা lifelong ইনকাম হবে।

আর আমরা জানবো কি কি skill অর্জন করা উচিত আপনার। যাতে করে আপনার অনলাইন journey আরো smooth হয়।

 

Reasons why you are not able to earn from online bangla

যে কারণে আপনি অনলাইন থেকে আয় করতে পারছেন না।

1. Finding Easy Way to Online Income

প্রথম দিকে অনেকেই সহজে ইনকাম করা যায় এমন উপায় খুঁজে। ad দেখে ইনকাম/ ক্লিক করে ইনকাম/ গেম খেলে ইনকাম এমন সব ইনকাম এর অ্যাপ ডাউনলোড করি। যাতে কখনো পেমেন্ট করে না।

এমন মানসিকতাই রাখা যাবে না, যে একদম সহজে ইনকাম করবো। আমি কিন্তু আবার micro job site কে বোঝাচ্ছি না।

micro job site থেকে ইনকাম করা বেশ কঠিন। চাইলে এই সব micro job site থেকে ইনকাম করতে পারেন।

 

2. Without skill online income bd

অনেক সময় আমরা কোন কিছু না শিখেই ইনকাম এর পেছন পেছন দৌরাতে থাকি। একটা কথা মনে রাখবেন।

আপনি যদি কাউকে কিছু দেন তার বিনিময়ে আপনি কিছু ফেরত পাবেন।

আপনি যদি কিছু দিতেই না পারেন আপনাকে কেউ কিছু দিবেনা। তাই অল্প হলেও কোন না কোন বিষয়ে skill development করা উচিত।

সেটা হতে পারে youtube থেকে বা কোন কোর্স করে আবার ব্লগ থেকেও হতে পারে। তবে skill থাকতেই হবে।

 

3. Short Time Money Making

দেখা যায় কিছু মানুষ থাকে যারা অল্প সময়ে অনেক বেশী ইনকাম করতে চায়। যেখানেই দেখবেন অল্প সময়ে ইনকাম করার প্রতিশ্রুতি দিচ্ছে তারা আসলে মানুষ ঠিকাছে।

অল্প সময়ে লাভবান হওয়ার ইচ্ছা সবার থাকে। কিন্তু এটা সম্ভব না। আমি আমার জীবনে এমন অনেকেই দেখেছি যারা অল্প দিনে অনেক টাকার মালিক হতে চেয়েছিল।

আমিও একবার চেয়েছিল। শেষ পর্যন্ত হতে হয় স্কাম ( scam) এর শিকার।

কখনোই কম সময়ে ইনকাম এর চেষ্টা করবেন না। সব সময়ই সৎ পথে হালাল ইনকাম করুন।

 

4 Bad Advice

অনলাইন এ অনেক অনেক content পাবেন। youtube যেহেতু সবার জন্য উন্মুক্ত তাই যে কেউ ভিডিও বানিয়ে ছেরে দিচ্ছে। এতে কি হচ্ছে?

যারা নতুন, ইনকাম করার ইচ্ছা নিয়ে online এ আসে তারা ওদের ভিডিও বা content দেখে ভুল পথে সময় ব্যায় করছে।

আপনার নিজের বুঝতে হবে যে কার কাছ থেকে আপনি শিখতেছেন? সে কি শেখাচ্ছে?

এর ওর কাছ থেকে হুট করে এটা কিছু শুনলেন আর। বোঝা নেই শোনা নেই লেগে পরলেন কাজে। নিজে বুদ্ধি ব্যাবহার করে ভাবুন। কি করতেছেন আপনি।

 

5. Not Investing your time on right place 

সঠিক platform এ আপনি সময় দিচ্ছেন না। আমি তো আগেই বলেছি সঠিক Way তে ইনকাম করে সময় দিতে হবে। দেখা যায় অনেকেই সঠিক platform এ বেশী সময় দিতে পারে না।

তারা সব সময় ইনকাম করার প্রবনতায় এমন কোন জায়গাতে সময় দিচ্ছে যেখানে সময় দেওয়া ঠিক না। আর যেখানে সময় দেওয়া উচিত সেখানেই সময় দিচ্ছে না।

 

 

6 English is Must

Internet যেহেতু পুরোটাই English এ। তাই আপনার কিছুটা হলেও English এর ধারণা থাকতেই হবে।

অনেকেই দেখা যায় English একটুও পারেন না। তাই বিভিন্ন ভুল করে বসেন। তাই আমার মনে হয় আপনার English এ কিছুটা হলেও ধারনা থাকা উচিত।

অনলাইন এ ইনকাম এর জন্য যে English জানা কতটা জরুরি তা নিয়ে আমি 1000 word লিখতে পারি। কিন্তু সব কথার এক কথা হলো আপনাকে English জানতে হবে। এখন আপনি  youtube থেকেও শিখতে পারবেন আবার কোর্স করতেও পারেন।

English শেখার জন্য 10 মিনিট স্কুল এর English for professional কিনতে পারেন। English না শিখে অনলাইন এ ইনকাম করার কথা চিন্তা করাই যায় না। তাই আপনার এখনই English শেখার শুরু করতে হবে। (অনলাইন থেকে আয় করতে পারছেন না)

 

Online income bd site 

এবার চলুন দেখি যে সব সাইট থেকে lifetime ইনকাম জেনারেট করা যাবে। 
 
1. Blogger বা ব্লগার এ ব্লগিং করে আয়। আপনি চাইলে ব্লগিং করে ইনকাম করতে পারেন। 

Google adsense এর মধ্যমে বা affiliate এর মাধ্যমে প্রচুর পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন।

ব্লগিং শুরু করা কি উচিত |

2. Youtube থেকে ইনকাম। youtube থেকে কয়েকটি উপায়ে ইনকাম করা যেতে পারে। স্পন্সর এর মাধ্যম প্রচুর পরিমাণ ইনকাম করা সম্ভব।

3. Facebook থেকেও ভিডিও বানিয়ে ইনকাম করা সম্ভব। প্রোডাক্ট সেল করেও আপনি ইনকাম করতে পারেন।

4. Freelancer/ Fiverr থেকে skill সেল করে ইনকাম করতে পারেন।

 

 

topic…

যেসব কারণে আপনি অনলাইন থেকে আয় করতে পারছেন না
কি জন্য আমি ইনকাম এ ইনকাম করতে পারছি না?
Reasons why you are not able to earn from online bangla

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button