অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম

অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম
আমরা সবাই জানি অ্যালোভেরা কত টা উপকারী।
এটা আমাদের ত্বক সুস্থ রাখতে কতটা উপকারী এটা আমরা সবাই জানি ।কিন্তু এর সঠিক ব্যবহার না জানার কারণে আমরা এটা ব্যবহার করতে পারি না।
আসুন জেনে নেওয়া যাক অ্যালোভেরা জেল ব্যাবহারের নিয়ম:
মশ্চারাইজার: অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম
অ্যালোভেরা জেল তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো মশ্চারাইজার।এটা ব্যবহার করে করলে তৈলাক্ত ত্বক খুব সহজেই মশ্চারাইজ করে।
ফেস প্যাক:
অ্যালোভেরা জেল ফেস প্যাক বা ফেস মাস্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে।
এটি হালকা ভাবে স্কিনে মেখে 10 থেকে 15 মিনিট রেখে তার পর ধুয়ে ফেলতে হবে। আবার এটা স্লিপিং মাস্ক হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
এটি মাত্র কয়েক দিন করার ফলে খুব সুন্ধর একটা ত্বক পাওয়া যায়।
মিক্স প্যাক ফেস এবং চুলের যত্নে :
ফেস এর যত্নে যেকোনো মিক্স প্যাক এর সাথে পানির পরিবর্তে অ্যালোভেরা জেল ব্যবহার করা যায়।
এতে করে ত্বক মিক্স প্যাক এর পুষ্টি উপাদানও পাবে আবার অ্যালোভেরা জেল এর পুষ্টি উপাদানও পাবে।
এই মিক্স প্যাক আমরা চুলের যত্নেও ব্যবহার করতে পারি।
পিম্পল বাম্পাসের ট্রিটমেন্ট: অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম
যাদের ত্বকে পিম্পল, একনি,কালো দাগ,আছে তারা এইসব এর ট্রিটমেন্ট হিসেবে এটা ব্যবহার করতে পারেন।
ত্বকে রোদেলা ভাব দূর করতে:
রোদের কারণে আমাদের ত্বকে অনেক রোদেলা ছাপ পড়ে যায়,এই রোদেলা ছাপ দূর করতে অ্যালোভেরা জেল গুরত্বপূর্ন ভাবে কাজ করে।
এটি ভিতর থেকে রোদেলা ভাব দূর করে ত্বকের জেল্লাকে ফুটিয়ে তোলে।
বালিশ ছাড়াই ঘুমনো অভ্যাস করতে পারলে এই সুবিধা
বডি মশ্চারাইজ: অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম
শীতে গরমে অনেকই লৌশন ব্যবহার করতে চায় না। লৌশন ব্যাবহারের ফলে ত্বক অনেক ছিপছিপে হয়ে থাকে তাই অনেকই লৌষণ ব্যবহার করতে চায় না।
তাদের জন্যে অ্যালোভেরা জেল খুবই উপকারী।কারণ শীত হোক বা গরম সব সময় অ্যালোভেরা জেল বডি মশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন।
শেভিং ওয়াশিং:
অনেকের হাতে পায়ের লোভ সেভ করার তোকে অনেক ধরনের পিম্পল বাম্পস দেখা যায়।
তাদের জন্যে এটা খুবই উপকারী। হাতে পায়ে সেভ করার পর এটা দিয়ে ওয়াশ করলে ত্বকে আর ক্ষতি কর কোনো বাম্পস পিম্পল দেখা দিবে না।
কাজু বাদামের উপকারিতা ও অপকারিতা
স্পট ট্রিটমেন্ট: অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম
অনেক সময় অনেকে ত্বকে অনেক ধরনের দাগ দেখা যায়।
করো করো ব্রণে দাগ বা কালো ছোপ দেখা যায়। যেখানে যেখানে এই দাগ দেখা যায় সেইখানে এই জেল ব্যবহার করলে আর সেই দাগ থাকে না।