আখের-রসের-উপকারিতা

গরম কালে তেষ্টা মেটাতে আখের রসের কোনো বিকল্প নাই।তবে এই পানীয় তেষ্টা মিটানোর সাথে সাথে শরীরের একাধিক উপকারও করে।আখের রস শরীরের বেশ কিছু রোগকে দূরে রাখতে সাহায্য করে।এতে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট,প্রোটিন,ক্যালসিয়াম,ফসফরাস,আয়রন,জিংক,ভিটামিন,এ,সি,বি,কমপ্লেক্স এবং বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান থাকে যা মানুষের শরীরের জন্য খুবই উপকারী।
আসুন জেনে নেওয়া যাক আগের রসের উপকারিতা :
এনার্জি ড্রিংক হিসেবে:
আখের রস ভালো পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, আয়রন পটাসিয়াম আর এনার্জি ড্রিংক এ পাওয়া যায় সব পুষ্টি গুন থাকে। এই জন্যে এক গ্লাস আখের রস শরীরে এনার্জি বাড়াতে সহায়তা করে।
সংক্রমণ থেকে:
আখের রস প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকার জন্যে এটা পাচনন্ত্রর জন্যে খুব উপকারী। এছাড়াও আখের রস পেটের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
কিডনির জন্য: আখের রসের উপকারিতা
আখের রস মূত্রনালীর সংক্রমণ হওয়া থেকে, কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে কিডনির কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে।
হজমের সাহায্য করে:
আখের রসে থাকা পটাশিয়াম শরীরে গিয়ে অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে যা হজমে সাহায্য করে এবং হজম সংক্রান্ত সমস্যা দুর করে।
পানির অভাব পূরণ করে:
আখের রসে অধিক মাত্রায় ক্যালসিয়াম ,পটাশিয়াম ,আয়রন ও ম্যাঙ্গানিজ থাকে যা শরীরে ইলোক্ট্রোলাইট ও পানির শূন্যতা পূরণ করে।
ক্যা*ন্সার প্রতিরোধ করে:
আখের রসে থাকা ফ্লেভোনস কান্সারের কোষ ও কা*ন্সার ছড়ানো প্রতিরোধ করতে খুবই কার্যকরী।
লিভারের জন্যে উপকারী: আখের রসের উপকারিতা
আখের রস লিভারের জন্যে খুবই উপকারী।জন্ডিসের রোগীরাও আখের রস খেলে দ্রুত উপকার লাভ করতে পারবে। আখের রস শরীর থেকে অপ্রয়োজনীয় পদার্থ বের করতে সাহায্য করে।
পেটের রোগ নিরাময়:
আখের রস পেটের সমস্ত সংক্রমণ রোগ নিরাময় করে। অ্যান্টিঅক্সিডেন্ট গুনে ভরপুর আখের রস খেলে বদ হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
দাতের উপকারিতা:
আখের রস দাত দিয়ে চিবিয়ে খেলে দাতের সমস্ত রোগ দুর করে এবং দাতের স্বাস্থের উন্নতি করে। এছাড়াও নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে।
বালিশ ছাড়াই ঘুমনো অভ্যাস করতে পারলে এই সুবিধা
ত্বকের উপকারিতা:
আখের রস ত্বকের জন্যে খুবই উপকারী।আখের রসের সাথে মূলতারি আর নিম পাতা মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ব্যবহার করলে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
ত্বক উজ্জ্বল করে:
গ্রীষ্মকালের কড়া রোদের কারণে ঘেমে ত্বকের উজ্জ্বলতা কমে যায় ।তাই নিয়মিত আখের রস খেলে গ্রীষ্মকালেও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি : আখের রসের উপকারিতা
আখের রস পান করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।শরীর শক্তিশালী করতে ফলে , অনেক ধরনের অসুস্থতা থেকে রক্ষা পায়।
ওজন কমায়:
আখের রসে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার,যা দেহের ওজন কমাতে সাহায্য করে।এটি শরীরের জন্যে ক্ষতিকর কোলেস্টরেল কমায়, এবং শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখে।
ডায়বেটিসের নিয়ন্ত্রণ করে :
আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে আখের রস গুরুত্তপূর্ণ ভাবে কাজ করে। আখের রসে আছি প্রাকৃতিক মিষ্টি যা ডায়বেটিস রোগীদের জন্য উপকারী।
হারের সাস্থ্য উন্নতি: আখের রসের উপকারিতা
আখের রসের মধ্যে আছে প্রচুর প্রোটিন ক্যালসিয়াম , ম্যাগনেশিয়াম , পটাশিয়াম, আয়রন যা হার মজবুত করে এবং হারের সাস্থ্য উন্নতি করতে সাহায্য করে।
One Comment