টিপস ট্রিক্স

মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন- best mobile photography tips bangla 2023

মোবাইল দিয়ে ছবি তোলার নিয়ম গুলো আলোচনা করেছি এই আর্টিকেলে।

মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন। ভালো ছবি তোলার জন্য অনেক দামী মোবাইল বা ক্যামেরার দরকার হয় না যদি আপনি সঠিক ব্যবহার করতে পারেন।

সোস্যাল মিডিয়ার এই যুগে ফটোগ্রাফার শখ সবার আছে কম বেশী। তাছাড়া প্রযুক্তির বিপ্লব এর কারণে এখন ছবি উঠানোর জন্য অনেক দামের high quality ক্যামেরার দরকার হয় না।

হাতে থাকা সাধারণ মোবাইল দিয়ে অনেক অসাধারণ ছবি তোলা সম্ভব। যদি আপনি ক্যামেরা অ্যাঙ্গেল, লাইট, subject ও আরও কিছু খুঁটিনাটি জিনিস এর সঠিক ব্যবহার করতে পারেন তো।

আজকের এই আর্টিকেল তাদের জন্য helpful হবে যারা মোবাইল photography তে আগ্রহী। তো কথা বেশী না বলে জেনে নেই কোন কোন বিষয় মাথায় রাখতে হবে মোবাইলে ভালো ছবি তোলার জন্য।

Table of Contents

মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন?

মোবাইল ফোন কে ব্যাবহার করে ভালো ছবি তোলার জন্য যে যে বিষয় মাথায় রাখতে হবে তা নিচে এক এক করে দিচ্ছি। মনোযোগ দিয়ে পড়ুন, আশা করি আপনার ছবি অন্য সবার থেকে সুন্দর হতে চলেছে।

 

আলো কে মাথায় রাখতে হবে-best mobile photography tips bangla

আলো কে মাথায় রাখতে হবে
আলো কে মাথায় রাখতে হবে

Photography হলো মূলত আলো নিয়ে খেলা করা। তাই আলো কে অনেক বেশী গুরুত্ব দিয়ে দেখুন। আলো ঠিক ঠাক থাকলে একটা ছবি মাস্টার পিস হয়ে যেতে পারে। আবার আলোর ভুল ব্যাবহার এর জন্য ছবি খারাপ হয়ে যায়।

কম আলোতে ছবি তোলার ক্ষেত্রে অবশ্য একটা সফট লাইট ব্যাবহার করুন। সফট লাইট না থাকলে মোবাইল এর ক্যামেরার সামনে কিস্যু জাতীয় পাতলা কিছু দিয়ে hard light কে soft করে ফটো ক্লিক করুন।

অনেক সময় ক্যামেরার ফ্রাস এ ফটোর এক্সপোজার কমে যায়। তাই প্রয়োজন না হলে এটা ব্যবহার এর দরকার নেই। ন্যাচারাল লাইট সঠিক ভাবে ব্যাবহার করতে শিখুন। দিনের শুরুতে আর সন্ধা হওয়ার আগে ছবি উঠানোর জন্য সব থেকে perfect সময়।

সুন্দর আলো আপনার ছবির bright আর dark এরিয়ার মধ্যে একটা balance তৈরি করে। এতে ছবি দেখতে একটু নমনীয় ও ন্যাচারাল হয়।

 

ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক রাখুন : মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক রাখুন : মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

আলোর মতোই গুরুত্বপূর্ণ হলো ছবির অ্যাঙ্গেল ঠিক রাখা। একটা ছবির ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ ফুটে ওঠে একটা ছবির ক্যামেরা অ্যাঙ্গেল থেকে।

ছবি তোলার আগে কোন ছবি কোন অ্যাঙ্গেল থেকে ভালো লাগবে সেটা পরীক্ষা করে নিবেন। তার না হলে একটা ছবিতে তার গল্প উঠে আসবে না।

 

লেন্স পরিস্কার রাখতে হবে : best mobile photography tips bangla

মোবাইল যেহেতু পকেটে থাকে তাই এর ক্যামেরায় অনেক দাগ পরে। আর অনেক সময় হাতের ময়লা জমে ক্যামেরার লেন্স এর সামনে। তাই প্রতিবার ফটো তোলার সময় ক্যামেরার লেন্স পরিস্কার করে নিবেন।

 

হাত কাঁপা বন্ধ করুন : মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

কাঁপা হাতে ছবি তুলবেন না। আপনার হাত যদি কাঁপতে থাকে তাহলে ছবি ভালো আসবে না। হাতের কাঁপা বন্ধ করার জন্য আপনি মোবাইল এর ট্রাইপড ব্যাবহার করতে পারেন।

বা মোবাইল সরাসরি হাতে না ধরে মোবাইল যে কোন জিনিস এর উপর রাখতে পারেন। যেমন ধরুন দেওয়াল বা হাঁটুর উপরে ধরে রেখে ক্লিক করলে হাত কাঁপা কম হবে।

তাছাড়া অটো একটা ট্রিপস আছে, এটা ব্যাবহার করে যারা sniper রাইফেল চালায়। shot করার আগে থেকে নিশ্বাস বন্ধ করে রাখবেন। এতে যাদের হাত অতিরিক্ত কাঁপে তাদের সুবিধা হবে।

 

ক্যামেরার রেজুলেশন হাই রাখুন-best mobile photography tips bangla

আপনাদের মোবাইল ক্যামেরার অপশনে গিয়ে ছবির রেজুলেশন ঠিক করে নিবেন। অনেক ভালো ও বেশী ডিটেইল এর জন্য high রেজুলেশন সিলেক্ট করে নিবেন। এতো ছবি ফেটে যাওয়া বা ডিটেইল এর অভাবে ছবি খারাপ দেখাবে না।

 

থিম ব্যবহার: মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

একটা ছবি দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা ঠিক করে সেখানে কোন ধরণের থিম ব্যবহার করা হচ্ছে। ইনস্টাগ্রামে যেয়ে দেখবেন তারা ছবি আপলোড করার সময় একটা থিম মেনে আপলোড করে।

কখনো dark কখনো black and white আবার কখনো white ফটো দিয়ে একটা থিম সাজায়।

 

কোনা কে ব্যাবহার করুন-best mobile photography tips bangla

একটা ছবি বিভিন্ন কোনা থেকে নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যখন আলো কে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তখন একটা ছবি বিভিন্ন কোনা থেকে নিবেন।

কোন জায়গা থেকে ভালো আসছে সেটা জানার জন্য এভাবে ফটো তুলে দেখতে পারেন।

 

ক্যামেরা সম্পর্কে জানুন: মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলছেন না কি মোবাইল থেকে উঠাচ্ছেন সেটার চেয়ে বেশী জরুরী হলো আপনার ক্যামেরা সম্পর্কে জানা।

কারণ ক্যামেরার বৈশিষ্ট্য সম্পর্কে জানা থাকলে সেখান থেকে বেষ্ট output বের করা সম্ভব। কোন মুডে ছবি তুলবেন ক্যামেরা brightness কমানো বাড়ানোর দরকার হলে সেটা করতে পারেন। মোবাইল এর কিছু সেটিং ঠিক করে নিয়ে সেখান থেকে অনেক সুন্দর ছবি উঠানো সম্ভব।

 

ডিজিটাল জুম ব্যবহার করুন: মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

আপনি নিশ্চয়ই জুম করে ছবি তোলার  সময় খেয়াল করেছেন যে ছবি অনেক বাজে আসে ছবি ফেটে যায় ক্লিয়ার আসেনা। এর কারণ হলো বেশিরভাগ মোবাইল ফোন এর ক্যামেরায় ডিজিটাল জুম ব্যবহার করা হয়ে থাকে।

কিছু কিছু মোবাইল এ অবশ্য এই সমস্যার সমাধান দেওয়া হচ্ছে তবে কম দামী বা mid budget এর ফোনে এই সমস্যা থাকে। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব subject এর কাছে যেয়ে ছবি তুলতে। জুম ব্যবহার না করাই সব থেকে ভাল সমাধান।

 

শুটিং মোড ঠিক করুন: best mobile photography tips bangla

ছবি তোলার সময় কোন মোড এ ছবি তুলছেন সেটা খেয়াল রাখবেন। কারণ বিভিন্ন রকম পরিবেশে ক্যামেরা মোড পরিবর্তন করে ছবি তুলতে হতে পারে।

যখন আপনার কোন বস্তুর অনেক কাছে থেকে ছবি তোলার দরকার হবে তখন micro mood সিলেক্ট করে নিবেন।

এছাড়া রাতে বা কম আলোতে ভালো ছবি নেওয়ার জন্য night মুড ব্যাবহার করেও রাতে পারেন। স্বাভাবিক আলোর জন্য day মুড এ ছবি তুলতে হবে।

Read more: ফেসবুক থেকে টাকা আয় করার উপায়

ফ্লাস এর সঠিক ব্যবহার করুন: মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

ফ্লাস এর সঠিক ব্যবহার করুন: মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

সব মোবাইল ক্যামেরা তেই LED ফ্লাস লাইট থাকে। ফ্লাস লাইট ব্যাবহার করার সময় অবশ্যই আপনার সতর্ক থাকা উচিত। অটো ফ্লাস অপশন অন করে না রাখাই ভালো। সাভাবিক আলোতে ছবি তোলার সময় যদি আপনি ফ্লাস লাইট ব্যাবহার করেন তাহলে আপনার ছবির এক্সপোজার কমে যাবে। এতে ছবি বাজে দেখাবে। তাই ন্যাচারাল লাইট ফ্লাস লাইট অফ করে রাখবেন।

আবার কম আলোতে ছবি তোলার সময় অবশ্যই ফ্লাস লাইট ব্যাবহার করবেন। তা না হলে ছবির Brightness কমে যাবে। ছবি বাজে দেখাবে।

 

হোয়াইট ব্যালেন্স- best mobile photography tips bangla

ন্যাচারাল লাইটে মোবাইল ক্যামেরা খুব ভালো হোয়াইট ব্যালেন্স করতে পারে। কিন্তু একটু সমস্যা হয় যখন লো-লাইটে ছবি তুলবেন তখন। এ সমস্যা সমাধান করতে আপনি মোবাইল ক্যামেরা বের করে সাথে সাথে ফটো ক্লিক না করে ক্যামেরা subject এর উপর ফোকাস করে একটু সময় দিন তার পর ক্লিক করুন। দেখবে কিছুটা হলেও ভালো ফলাফল পাচ্ছেন।

ক্যামেরার বিভিন্ন মোড ও সেটিং পরিবর্তন করেও হোয়াইট ব্যালেন্স একটু ঠিক করে নিতে পারেন। তবে ক্লিক করার পর এডিট এর সময় এই বিষয়টা ঠিক করে নেওয়া যায়।

Read More: সিপিএ মার্কেটিং কি? সিপিএ মার্কেটিং করে আয়

এক্সপোজার ঠিক করুন:মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

এক্সপোজার এর সঠিক ব্যবহার ক্যামেরাতেও যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই মোবাইল ক্যামেরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এক্সপোজার এর সঠিক ব্যবহার একটা ছবিতে প্রান এনে দিতে পারে।

এক্সপোজার বুঝে শুনে ব্যাবহার করলে যেমন একটা ছবি অসাধারণ হয়ে উঠে তেমনই এটার ভুল ব্যাবহার একটা সুন্দর ছবিকে একদম নষ্ট করে দিতে পারে।

 

রেস্পোন্স টাইম সম্পর্কে জানুন-best mobile photography tips bangla

রেস্পোন্স টাইম সম্পর্কে জানুন-best mobile photography tips bangla

আপনার মোবাইল ফোন এ ছবি তোলার সময় শাটার বাটন এ ক্লিক করার কিছু মুহূর্ত পর ছবি ওঠে। এই সময়টা ঠিক কতটা সেটা আগে জেনে নিন।

এই সামান্য সময়টুকু জানা থাকলে আপনার ছবি কখনো ঘোলা হবে না।

কয়েকটা ছবি তুলে আপনার মোবাইল ক্যামেরার রেস্পোন্স টাইম কতটা সেটা জেনে নিন। তা হলে সুন্দর ছবি তোলার সময় শাটার বাটন ক্লিক করার পর ঐ সময়টুকু অপেক্ষা করতে হবে। তাহলে সুন্দর ও পরিস্কার ছবি পাবেন।

Read More: এফিলিয়েট মার্কেটিং কি?

মোবাইল ধরবেন যেভাবে: মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

মোবাইল ধরবেন যেভাবে: মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

অনেকেই আছে মোবাইল ফোন হাতে নিয়েই ছবি তোলা ভিডিও করাতে ব্যাস্ত হয়ে পরেন। কিন্ত ভালো ছবি তোলার জন্য মোবাইল কে অবশ্য হালকা করে ধরতে হবে, আবার এমন হালকা নয় যে হাত থেকে পরে যায় বা নরাচরা করে।

আপনার ছবির যদি উপরে নিচে বেশী element রাখার দরকার হয় তাহলে ভার্টিক্যাল করে ফোন ধরবেন।

আর যদি subject এর পাশে কোন element রাখতে হয় তাহলে হরাইজেন্টাল ভাবে মোবাইল ধরতে হবে।

 

ভালো এডিট করা-best mobile photography tips bangla

ভালো এডিট করা-best mobile photography tips bangla

ভালো ফটো ক্লিক করতে পারার পাশাপাশি ভালো এডিট করতে পারাও অনেক বেশী গুরুত্বপূর্ণ। কারণ একটা ছবি কে ক্লিক করার পরেও বেশ কিছু কাজ থাকে যা পরে এডিট করার সময় ঠিক করতে হয়।

যেমন ধরুন ছবি ক্রোপ করতে হতে পারে, বা কালার ঠিক করতে হতে পারে। একটা ছবি তখনই মাস্টার পিস হয় যখন সব কিছু ঠিক থাকে। একটা কোথাও সমষ্যা থাকলে সেটাই সবার আগে চোখে পড়ে।

এই জন্য ফটো এডিট কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হবে। আবার একেবারে over edit করা ঠিক নয়। close to national পরও সব থেকে ভালো লাগে । তাই এই বিষয়টাও মাথায় রাখবেন।

Read More: Online Income BD 2023

গ্রিড লাইট ব্যাবহার করুন:মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

গ্রিড লাইট ব্যাবহার করুন:মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

অনেক সময় সোজা ভাবে ছবি তুলতে গেলে সমস্যা হয়ে যায়। বা যে কোন লাইন বা প্রার্টান কে ফলো করে ফটো ক্লিক করার সময় বেশ সমস্যা হয়।

এই সমস্যার সমাধান করার জন্য বেশীরভাগ মোবাইল ক্যামেরায় গ্রিড লাইন অপশন দেওয়া থাকে।

এই অপশন টি চালু করে নিয়ে ছবি তুলুন। চালু করার জন্য মোবাইল ক্যামেরার সেটিং এ যেতে হবে।

Read More: best mobile photo editing app 2023

ফোকাস ঠিক রাখুন-best mobile photography tips bangla

সুন্দর ছবির জন্য সঠিক ফোকাস অনেক জরুরি। তবে মোবাইল এর ক্যামেরাতে অটো ফোকাস মোটামুটি ভালো ভাবেই কাজ করে।

এর পরেও সুন্দর ছবির জন্য আপনি ছবির যে অংশে বেশী ফোকাস চাচ্ছেন সেখানে ট্যাপ করে ম্যানুয়াল ভাবে ফোকাস করে নিন।

 

ক্যামেরা অ্যাপ্লিকেশন ব্যাবহার করুন:মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেন

আপনার মোবাইল ক্যামেরা দিয়ে যদি আশা অনুরূপ ছবি না পান তাহলে আপনি third party ক্যামেরা অ্যাপ্লিকেশন ব্যাবহার করতে পারেন।

ক্যামেরা অ্যাপ্লিকেশন এর মধ্যে সব থেকে জনপ্রিয় হলো G-Cam. জি ক্যাম এর অনেক সুন্দর ও কার্যকরী অপশন আছে।

Read More: কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করতে হয়

শেষের কথা:

অনেক কম দামের মোবাইলে ক্যামেরা কে ব্যাবহার করে অনেক সুন্দর ছবি বের করা সম্ভব। তবে ক্যামেরার জায়গা মোবাইল ক্যামেরা কখনোই নিতে পারবে না। তাই এই আর্টিকেল থেকে mis lead হবেন না।

আর এই আর্টিকেল নিয়ে যে কোন প্রশ্নে মাথায় আসলে নিচে কমেন্ট করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button