রিভিউ

কম দামে ভালো শাওমি ফোন ২০২৩ – Best Xiaomi phone in low price 2023

কম দামে ভালো শাওমি ফোন ২০২৩ – Best Xiaomi phone in low price 2023. আপনি কি কম দামে ভালো ফোন খুঁজছেন ? হ্যা তাহলে এই আর্টিকেল শুধু আপনার জন্যে।

শাওমি এমন একটি ব্র্যান্ড যা খুব কম দামে ভালো ভালো ফোন দিচ্ছে। আজকে যেই ফোন নিয়ে আলোচনা করবো সেই গুলো শুধু দামে কম বলে না সব দিক দিয়ে বিবেচনা করেই আমাদের লিস্টে রাখা হয়েছে।

আমাদের দেশে redmi ও xiaomi মোবাইল এর অনেক জনপ্রিয়তা রয়েছে। কম দামে ভালো শাওমি মোবাইল এর জন্য এই ব্যান্ড এর অনেক জনপ্রিয়তা। আর ভালো স্পেসিফিকেশন এর সাথে কম দাম এর জন্য বাংলাদেশে xiaomi ফোন অনেক জনপ্রিয়।

বাংলাদেশে শাওমি ও রেডমি ব্র্যান্ড এর সব ফোন অফিসিয়াল পাওয়া যায়। তো চলুন কম দামে ভালো শাওমি ও রেডমি ফোন কোন গুলো।

তো চলুন জেনে নেই কম দামে ভালো কিছু শাওমি ফোন সম্পর্কে।

 

Xiaomi Redmi 10 A Price in bd

Xiaomi Redmi 10 A
Xiaomi Redmi 10 A

Xiaomi redmi 10 a এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চি HD+ display .

আর ক্যামেরা সেটাপে রয়েছে 13 megapixel এর back ক্যামেরা এবং 5 megapixel এর ফ্রন্ট ক্যামেরা এবং full HD video recording.

Redmi 10 A এর সাথে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 10W এর ফাস্ট চার্জার।

এতে রয়েছে 2 GHz octa-core CPU and PowerVR GE8320 GPU. আর প্রসেসর হিসেবে রয়েছে Media Tek Helio G25(12nm).

এর সিকিউরিটি হিসেবে আছে back -mounted fingerprint sensor এবং face unlock.

এই ফোন আমরা দুইটি ভেরিয়েন্ট এ পাচ্ছি;

৳10,499 (2/32 GB)

৳12,999 (4/64 GB)

 

Xiaomi Poco c31 – কম দামে ভালো শাওমি ফোন ২০২৩

Xiaomi Poco c31 - কম দামে ভালো শাওমি ফোন ২০২৩
Xiaomi Poco c31 – কম দামে ভালো শাওমি ফোন ২০২৩

Xiaomi Poco c31 এর সাথে থাকছে 6.53 ইঞ্চি HD+ display.

এই ক্যামেরা সেটাপে রয়েছে 13 megapixel এর main ক্যামেরা, 2 megapixel এর dedicated macro ক্যামেরা, 2 megapixel depth sensor। এবং full HD video recording.

এতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 10w এর ফাস্ট চার্জার।

Xiaomi Poco c31 এ রয়েছে2.3 GHz octa-core CPU and PowerVR GE8320 GPU.

এবং media Tek Helio G35(12nm) processor.

এতে সিকিউরিটি হিসেবে রয়েছে back mounted fingerprint sensor এবং face unlock.

এই ফোন দুইটি ভেরিয়েন্ট এ বাজারে পাওয়া যাচ্ছে ;

৳12,999 3/32 GB

৳13,999 4/64 GB

Redmi 9A Price in bd

Redmi 9A Price in bd

Xiaomi redmi 9A এর সাথে রয়েছে 6.53 ইঞ্চি HD+ display.

এতে রয়েছে 14 megapixel এর ক্যামেরা। আর ফ্রন্টে রয়েছে 5 megapixel এর ক্যামেরা। এবং full HD video recording.

Xiaomi redmi 9A এর সাথে রয়েছে 5000 mAh এর big ব্যাটারি এবং 10w এর ফাস্ট চার্জার।

এতে আছে 2.0 GHz octa-core CPU এবং PowerVR GE8320 GPU. এর প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G25 (12 nm) ।

এই ফোনের অফিসিয়াল প্রাইস হলো,

৳ 10,999 2/32

Redmi A1 – কম দামে ভালো শাওমি ফোন ২০২৩

Redmi A1 - কম দামে ভালো শাওমি ফোন ২০২৩
Redmi A1 – কম দামে ভালো শাওমি ফোন ২০২৩

Xiaomi redmi A1 এর আছে 6.52 ইঞ্চি HD+ display .

এর ক্যামেরা সেটাপে রয়েছে দুইটা ক্যামেরা (8+0.8) megapixel এর ক্যামেরা। ফ্রন্টে রয়েছে 5 megapixel এর ক্যামেরা। এবং full HD video recording option.

Xiaomi redmi A1 তে রয়েছে 5000 mAh এর big ব্যাটারি এবং 10w এর ফাস্ট চার্জার।

এতে রয়েছে 2.0 GHz quad-core CPU এবং PowerVR GE8320 GPU.এবং প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio A22 (12 nm) chipset.

এই ফোনে সিকিউরিটি তে রয়েছে fingerprint sensor.

এই ফোনের অফিসিয়াল প্রাইস,

৳9,999 2/32 GB

Redmi A1 Plus Price in bd

Redmi A1 Plus Price in bd

Xiaomi redmi A1+ এর আছে 6.52 ইঞ্চি HD+ display . এর ক্যামেরা সেটাপে রয়েছে দুইটা ক্যামেরা (8+0.8) megapixel এর ক্যামেরা। ফ্রন্টে রয়েছে 5 megapixel এর ক্যামেরা। এবং full HD video recording option.

Xiaomi redmi A1+ তে রয়েছে 5000 mAh এর big ব্যাটারি এবং 10w এর ফাস্ট চার্জার।

এতে রয়েছে 2.0 GHz quad-core CPU এবং PowerVR GE8320 GPU.এবং প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio A22 (12 nm) chipset.

এই ফোনে রয়েছে back mounted fingerprint sensor.

এই ফোনের অফিসিয়াল প

৳11,999 3/32 GB

Read More: Top 10 Cheap Web Hosting in Bangladesh 2023

Xiaomi Redmi 9 Dual Camera – কম দামে ভালো শাওমি ফোন ২০২৩

Xiaomi Redmi 9 Dual Camera - কম দামে ভালো শাওমি ফোন ২০২৩

Xiaomi redmi 9 dual camera version এর সাথে রয়েছে 6.53 ইঞ্চি HD+ IPS LCD display।

এতে ক্যামেরা সেটাপে রয়েছে 13 megapixel এর মেইন ক্যামেরা এবং 2 megapixel এর depth sensor। আর ফ্রন্টে রয়েছে 5 megapixel এর ক্যামেরা। এবং full HD video recording option.

Xiaomi redmi 9 dual camera এর সাথে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 10w ফাস্ট চার্জার।

এতে রয়েছে 2.3 GHz octa-core CPU এবং PowerVR GE8320 GPU। আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G30 (12 nm) chipset.

এই ফোনে সিকিউরিটি তে রয়েছে back mounted fingerprint sensor.

এই ফোন আমরা দুইটা ভেরিয়েন্ট এ পাচ্ছি:

৳12,999 4/64 GB

৳14,499 4/128 GB

Read More: best mobile photo editing app 2023

Xiaomi Redmi Note 8 Price in bd

Xiaomi Redmi Note 8 Price in bd

Xiaomi redmi note 8 এর সাথে রয়েছে 6.3 ইঞ্চি full HD+IPS display.

এর ক্যামেরা সেটাপে রয়েছে চারটা ক্যামেরা (48+8+2+2), 48 megapixel এর মেইন ক্যামেরা,8 megapixel এর ultra wide, 2 megapixel এর depth sensor ইত্যাদি। এই ফ্রন্টে রয়েছে 13 megapixel এর ক্যামেরা। এবং 4k video recording.

Redmi note 8 এর সাথে থাকছে 4000mAh এর ব্যাটারি এবং 18w এর ফাস্ট চার্জার।

এতে রয়েছে 2.0 GHz octa-core CPU এবং Adreno 610 GPU. এর প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 665 (11 nm) chipset.

এই ফোনে সিকিউরিটি হিসেবে back mounted fingerprint sensor এবং face unlock ব্যবহার করা হইছে।

এই ফোন তিনটা ভেরিয়েন্ট এ পাওয়া যাচ্ছে,

৳17,499 3/32 GB

৳18,999 4/64 GB

৳20,999 4/128 GB

Read More: ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩

 

#Topic: কম দামে ভালো শাওমি ফোন ২০২৩

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button