কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করতে হয় ? 2023
ইনস্টাগ্রাম থেকে রিলস ভিডিও বা ফটো ডাউনলোড করার সব থেকে ভালো তিনটি উপায় এখানে বলা হয়েছে।

কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করতে হয় ? বা ইনস্টাগ্রাম থেকে রিলস ডাউনলোড করার কয়েকটা কৌশল নিয়ে আজকে আর্টিকেল এ আলোচনা করবো।
আমার ধারনা আপনি নিশ্চয়ই ইনস্টাগ্রাম সম্পর্কে জানেন বা হয় তো ইনস্টাগ্রাম ব্যাবহার করছেন। তা না হলে এই আর্টিকেল পড়তে আসতেন না।
যা হোক, ইনস্টাগ্রাম হলো সব থেকে জনপ্রিয় ফটো শেয়ারিং social media প্লাটফর্ম। যে খানে আপনি আপনার follower এর সাথে ফটো বা ভিডিও শেয়ার করতে পারেন।
ইনস্টাগ্রাম প্রথম publish করা হয় 6 অক্টোবর 2010 সালে। এর প্রতিষ্ঠাতা হলেন কেভিন সিস্টোম।
ইনস্টাগ্রাম এর ফটো বা ভিডিও সরাসরি কেউ ডাউনলোড করতে পারে না। কারণ ইনস্টাগ্রাম এর এর অনুমতি নেই।
তবে আমাদের অনেক সময় কোন ভিডিও বা ফটো ডাউনলোড করে রাখার প্রয়োজন হয়। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন এর মধ্যে এরকম কোন অপশন নেই যে “ইনস্টাগ্রাম এর ভিডিও ডাউনলোড” করা যাবে।
তবে কিছু ট্রিক্স এর মাধ্যমে ইনস্টাগ্রাম থেকে যে কোন ভিডিও বা ফটো ডাউনলোড করা সম্ভব। আজ এই আর্টিকেল এ আমরা সেটাই দেখবো step by step.
আপনি যদি ইনস্টাগ্রাম থেকে রিলস বা ফটো ডাউনলোড করতে চান তাহলে আজকের এই ব্লগ সম্পূর্ণ পড়তে হবে। কারণ এই আর্টিকেল এ আমি বেশ কয়েকটা উপায় বলবো ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করার জন্য।
Facebook, twitter, WhatsApp, tiktok এর মতো Instagram ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। google play Store এ এক বিলিয়ন বার এর বেশী ডাউনলোড হয়েছে এই অ্যাপ্লিকেশন এর।
Twitter যেমন শুধু লেখা প্রকাশ এর জন্য ব্যাবহার হয়, তেমন ইনস্টাগ্রাম ব্যাপক ব্যাবহার হয় ফটো ও ভিডিও follower এর সাথে share করার জন্য। সব সেলিব্রিটি instagram ব্যাবহার করে। তাদের জীবন এর আপডেট সবার কাছে শেয়ার করে।
ইনস্টাগ্রাম এর একটা সমস্যা হলো এখান থেকে কোন ফটো বা ভিডিও ডাউনলোড করা যায় না। স্টোরি ডাউনলোড করার কোনও অপশন নেই।
কিন্তু অনেক সময় আমাদের একটা কিছু দেখে পছন্দ হয়ে যায় তখন ওটা ডাউনলোড করে রাখার প্রয়োজন হয়ে পরে।
আজ এই আর্টিকেল এ দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। বা ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করার উপায়। তো চলুন এর এক করে সকল উপায় গুলো দেখে নেই।
এই আর্টিকেল এর উদ্দেশ্য কারো অনুমতি ছারা তার ফটো ডাউনলোড করা নয়। এই আর্টিকেল এ শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করা শেখানো হচ্ছে। আমি সবাইকে পরামর্শ দেব যে, আপনি যদি কার ফটো বা ভিডিও ডাউনলোড করেন তাহলে তার অনুমতি নিবেন। ( কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করতে হয় )
এই আর্টিকেল সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন তাহলে আপনি ইনস্টাগ্রাম থেকে যে কোন ফটো, রিলস, স্টোরি ও ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজে। অথবা এই ভিডিও টা দেখলেও আপনি ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করার তিনটা কৌশল শিখতে পারবেন।
Read More: আর্টিকেল লিখে মাসে ৭০,০০০ টাকা
কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করতে হয় ?
আজ এই আর্টিকেল এ ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করবেন কিভাবে সেটা দেখাবো। ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করার বেশ কয়েক টা উপায় আছে। তবে আমি আজ আপনাকে তিনটা উপায় বলে দিব এর মধ্যে যে কোন একটা উপায় আপনি ব্যাবহার করতে পারেন।
ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করার উপায় গুলো হলো:-
- সরাসরি ইনস্টাগ্রাম থেকে সেভ করা
- ওয়েবসাইট বা টুলস ব্যাবহার করে ডাউনলোড করা
- অ্যাপ্লিকেশন ব্যাবহার করে ইনস্টাগ্রাম এর ভিডিও ডাউনলোড করা
তো চলুন একটা একটা করে সব কয়টা উপায় দেখে নিই:
1. সরাসরি ইনস্টাগ্রাম থেকে সেভ করা
কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করতে হয়
ধাপ 1. ইনস্টাগ্রাম থেকে রিলস ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন অপেন করতে হবে।
ধাপ 2. এর পর যে রিলস ভিডিও ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করতে হবে।

ধাপ 3. সেই রিলস এর শেয়ার বাটন এ ক্লিক করতে হবে।
ধাপ 4. এর পর add reel to your story এর উপর ক্লিক করতে হবে।
ধাপ 5. সামান্য জুম ইন করে নিয়ে উপরের দিকের তিন ডট আইকন এ ক্লিক করতে হবে।
ধাপ 6. এখন save এ ক্লিক করলেই আপনি যে ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিও আপনার মোবাইল এর গ্যালারি তে সেভ হয়ে যাবে।
Read More: Top 10 Online Income Apps 2023
কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ডাউনলোড করতে হয় ?
ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড করার উপায়
সরাসরি ইনস্টাগ্রাম থেকে ছবি ডাউনলোড করার নিয়ম অনেকটা রিলস ডাউনলোড করার মতোই। তাই ধাপ অনুসারে দেখিয়ে দিচ্ছি। এক এক করে অনুসরণ করবেন।
ধাপ 1. প্রথম এ আপনি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন খুলবেন। তার পর যে ছবি ডাউনলোড করবেন সে ফটো সিলেক্ট করে নিবেন।
ধাপ 2. সেই ছবি সিলেক্ট করার পরে নিচের দিকে শেয়ার অপশনে ক্লিক করুন।
ধাপ 3. এখন Add photo to your story লেখার উপরে ক্লিক করতে হবে।
ধাপ 4. সামান্য জুম করে নিতে হবে। এর পর ডান দিকে উপরে তিনটা ডট এ ক্লিক করতে হবে।
ধাপ 5. এখন save অপশনে ক্লিক করে ফটো গ্যালারি তে সেভ করে নিতে হবে।
ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করার উপায় বলে দেওয়া হলো। তবে শুধু যদি আপনার ফটো বা পরে দেখার জন্য ডাউনলোড করতে চান তা হলে এভাবে ডাউনলোড করবেন।
যদি আপনার ইনস্টাগ্রাম এর ফটো ও ভিডিও HD বা High quality তে ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে নিচের 2 ও 3 নাম্বার প্রসেস ফলো করে ডাউনলোড করবেন।
Read More: ফেসবুক থেকে টাকা আয় করার উপায়
2. ওয়েবসাইট বা টুলস ব্যাবহার করে ডাউনলোড করা
এতক্ষণ আপনার দেখলেন ইনস্টাগ্রাম এ সরাসরি ফটো ও ভিডিও ডাউনলোড করার উপায়। যদি আপনি high quality তে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে চান তা হলে আপনার ওয়েবসাইট বা টুলস ব্যাবহার করে ডাউনলোড করতে হবে।
কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করতে হয়
ধাপ 1. আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন টি ওপেন করুন।
ধাপ 2. যে ফটো বা ভিডিও ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে নিন।
ধাপ 3. যে ফটো বা ভিডিও সিলেক্ট করেছেন তার ডানদিকের উপরে তিন ডট এ ক্লিক করুন।
ধাপ 4. এর পর কপি লিঙ্ক Copy Link এ ক্লিক করতে হবে।
ধাপ 5.লিঙ্ক কপি করার পর নিচে দেওয়া ওয়েবসাইট এ যেতে হবে।
এখানে ক্লিক করে ওয়েবসাইট এ যান
ধাপ 6. ওয়েবসাইটে আসার এর আপনি যে লিঙ্ক কপি করেছেন সেটা এই ওয়েবসাইট এ পেস্ট করুন।
ধাপ 7. কপি করা লিংক টি পেস্ট করার পর Download ডাউনলোড লেখার উপরে ক্লিক করুন।
ধাপ 8. যখন ডাউনলোড অপশন এ ক্লিক করবেন তখন আপনার সামনে বিভিন্ন সাইজে ডাউনলোড করার অপশন চলে আসবে। দেখে দেখে ডাউনলোড করে নিতে পারবেন।
ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করার উপায়
ধাপ 1. আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন টি ওপেন করুন।
ধাপ 2. যে ইনস্টাগ্রাম স্টোরি ডাউনলোড করতে চান সেটা ওপেন করে নিন।
ধাপ 3. যে story ওপেন করেছেন তার ডানদিকের উপরে তিন ডট এ ক্লিক করুন।
ধাপ 4. এর পর কপি লিঙ্ক Copy Link এ ক্লিক করতে হবে।
ধাপ 5. লিঙ্ক কপি করার পর নিচে দেওয়া ওয়েবসাইট এ যেতে হবে।
এখানে ক্লিক করে ওয়েবসাইট এ যান
ধাপ 6. ওয়েবসাইটে আসার এর আপনি যে লিঙ্ক কপি করেছেন সেটা এই ওয়েবসাইটে পেস্ট করতে হবে।
ধাপ 7. কপি করা লিংক টি পেস্ট করার পর Download ডাউনলোড লেখার উপরে ক্লিক করুন।
ধাপ 8. যখন ডাউনলোড অপশন এ ক্লিক করবেন তখন আপনার সামনে বিভিন্ন সাইজে ডাউনলোড করার অপশন চলে আসবে। দেখে দেখে ডাউনলোড করে নিতে পারবেন।
এই পুরো ধাপ গুলো একটু বড় কিন্তু high quality তে ভিডিও ও ফটো ডাউনলোড করার জন্য খুব ভালো কাজ করে। আপনি যদি মোবাইল এ high quality তে ও সময় কম খরচ করে ইনস্টাগ্রাম এর ভিডিও ডাউনলোড করতে চান তাহলে 3 নাম্বার প্রসেস ফলো করুন।
Read More: Online Income BD 2023
3. অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করতে হয় ?
এর আগে আমরা সরাসরি ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করা দেখলাম। আবার ওয়েবসাইট ব্যাবহার করে ইনস্টাগ্রাম এর ফটো, ভিডিও ও স্টোরি ডাউনলোড করা দেখলাম। এখন আমরা কম সময়ে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করার উপায় দেখবো।
কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করতে হয়
ধাপ 1. Google play store এ গিয়ে ডাউনলোড করুন “video downloader for instagram” এই অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করে নিন।
ধাপ 2. এর পর ইনস্টাগ্রাম ওপেন করুন। যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও সিলেক্ট করে নিন।
ধাপ 3. তার পর উপরে ডান পাশে তিন ডট এ ক্লিক করে Copy Link কপি লিঙ্ক করে নিন।
ধাপ 4. আপনার ডাউনলোড করা video downloader for instagram অ্যাপ্লিকেশন এ গিয়ে সেই লিঙ্ক পেস্ট করে দিন।
ধাপ 5. খুব সময়ে ডাউনলোড হয়ে যাবে আপনার ইনস্টাগ্রাম এর ভিডিও টি।
1 ও 3 নাম্বার প্রসেস ব্যাবহার করে আপনি মোবাইল এ খুব ভালো করে ইনস্টাগ্রাম এর ফটো ও ভিডিও ডাউনলোড করতে পারবেন। 2 নাম্বার প্রসেস এর মাধ্যমে আপনি কম্পিউটার ও মোবাইল দুইটা থেকেই ডাউনলোড করতে পারবে।
Reaqd More: best mobile photo editing app 2023
Follow My Instagram.
#Topic: কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করতে হয় ?
আমাদের আজকের আর্টিকেল থেকে যদি আপনি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলেই আমাদের সার্থকতা আসবে। যদি আমাদের কোথাও ভাল হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। ( কিভাবে ইনস্টাগ্রাম থেকে ফটো ও ভিডিও ডাউনলোড করতে হয় )
ধন্যবাদ ❤