freelancing websites in bangladesh

freelancing websites Bangladesh. micro job site.
Freelancing ওয়েবসাইট হলো সে সব ওয়েবসাইট যেখানে মানুষ জন কাজ করে। যাদের কাজ করাতে হয় তারা কাজ পোস্ট করে। আজ কাল অনেকে ওয়েবসাইট হয়েছে কাজ করার জন্য।
আপনি জানেন যে গত কয়েক বছরে আমাদের দেশে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং কথাটার চর্চা আনেক বেড়েছে। তার মধ্যে বাংলাদেশ এ ফ্রিল্যান্সিং কাজ এর চাহিদার বিপরীত এ বেশ কিছু ওয়েবসাইট ও তৈরি হয়েছে।
আপনি যদি কাজ করতে চান তো সব সাইট ঘুরে দেখে যেখানে ভাল টাকা পান সেখানে কাজ করতে পারেন। আর যদি কাজ দিতে চান তাও সব সাইটের কাজ ও তার প্রাইজ সম্পর্কে জানা থাকতে হবে।
Freelancing website in bangladesh
বাংলাদেশ এ বেশ কিছু micro job site আছে বা কিছু কিছু freelancing website আছে যেখান থেকে খুব বেশী না হলেও কিছু তো ইনকাম করা সম্ভব।
আর এটাই হতে পারে আপনার অনলাইন থেকে ইনকাম (online income bd) এর প্রথম ধাপ। আমাদের দেশের taka income website দিয়ে শুরু করেতে পারেন আপনার online income এর যাত্রা।
তবে আপনি যদি প্রথমেই প্রফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে চান তো, প্রফেশনাল freelancing website এর দিকে যেতে পারেন। আপনার আজ শুধু মাত্র freelancing website bangladesh বা বাংলাদেশী ফ্রিল্যান্সিং ওয়েবসাইট নিয়ে কথা বলবো।
বাংলাদেশী সাইটের সুবিধা কি?
বাংলাদেশী ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এর বেশ কিছু সুবিধা আছে। আবার অনেক গুলো অসুবিধাও আছে। সুবিধার কথা যদি আগে বলতে চাই তো সবার প্রথমেই বলতে হবে payment gateway এর কথা।
কারন আমরা চাই আমাদের ইনকাম করা টাকা আমারা সহজেই পেয়ে যাই। বা অনেক সময় আমাদের কাছে বিদেশী সব গেট ওয়ে থাকে না। এই জন্য আমি online income bd payment bkash/ nagad এ নেওয়া যায় এমন সাইট খোঁজ করি। তাই না?
দ্বিতীয়ত যেই কারনে আমরা বাংলাদেশের online income site bd খোঁজ করে থাকি তা হলো ইন্টাএক্ট করা। অনেকেই আছে যারা English এ খুব বেশী পারদর্শী নয়। এই কারনে বাংলাদেশী সাইট এ কাজ করে।
যদিও আজ নয়তো কাল আপনার ইংলিশ শিখতেই হবে।
আবার বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট বা bangladeshi micro job এ অনেক সহজ সহজ কাজ করে ইনকাম করা সম্ভব। যা একজন ছাত্র জীবনে যথেষ্ট। ছাত্র জীবনে বা অন্য কাজ এর পাশাপাশি ছোট ছোট কাজ করে অনলাইন থেকে অতিরিক্ত কিছু টাকা ইনকাম করা সম্ভব। এই জন্য অনেকেই bangladesh freelancing website এ কাজ করতে পছন্দ করে।
ভিডিও দেখে ইনকাম দশ মিনিটে ১১৫ টাকা
বাংলাদেশী ফ্রিল্যান্সিং সাইট এর অসুবিধা কি?
একটাই বড় অসুবিধা দেশী ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের আর তা হলে বেশী টাকার কাজ বেশী নেই।
আপনি যদি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে চান বাংলাদেশী ওয়েবসাইট থেকে তাহলে ভুল করছেন।
Dhaka work: freelancing websites bangladesh

ডাকা ওয়ার্ক মোটামোটি একটা রেপুটেড micro job site এখানে আপনি চাইলেই কাজ করতে পারেন। ও
Payment bkash বা নগদ এ নিতে পারবেন। তাছাড়া রকেট বা PayPal আছে।
তবে আমার মনে হয় মোবাইল এ কাজ করতে একটু সমস্যা হতে পারে। কারন এই সাইট এর ডিজাইন খুব একটা ভালো না। আর একটু রেসপন্সিভ ডিজাইন হলে ভালো হতো।
তাছাড়া আর কোন সমস্যা নেই।
Capital eWork-freelancing websites bangladesh

বাংলাদেশের আরেকটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হলো capital ework.
এই ওয়েবসাইট এর ভ
এমনিতেই একাউন্ট করে রেখে দিবে কাজ করবে না এমন কেউ এই সাইট এ একাউন্ট করে না। কারণ এখানে কাজ করার জন্য প্রিমিয়ার একাউন্ট করতে হয়।
এই সাইট এর সমস্যার কথা বলতে গেলে এই সাইট লোড নিতে অনেক সময় নেয়।
এই সাইটে কাজ করে payment bkash এ বা nagad এ নিয়ে আসতে পারবেন।
4 ডলার হলেই বিকাশ, নগদ বা রকেট দিয়ে টাকা নিতে পারবেন।
Give a work – freelancing websites in bangladesh
Bangladeshi freelancing website এর মধ্যে give a job অন্যতম।
এই সাইট এর কোন অ্যাপ নেই। তবে এই সাইট খুব রেসপন্সিব।
তার মানে আপনি মোবাইল বা লেপটপ দিয়ে কাজ করি মজা পাবেন। বিকাশ বা নগদ দিয়ে টাকা উঠাতে পারবেন।
এই সাইট কে আপনি চাইলেই ভরসা করতে পারেন। পেমেন্ট নিয়ে কোন সমস্যা হবে না। তবে কাজ করতে হবে।
Work up job – freelancing websites bangladesh
আমার পছন্দের অনলাইন ইনকাম সাইট হলো এটা। work up job এ আমি বেশ অনেক দিন হলো আছি। আমি খুব একটা কাজ করি না, তবে এখানে আমি কাজ পোস্ট করি। এই জন্য এই সাইটের সঙ্গে আমার ভালোই অভিজ্ঞতা হয়েছে।
আপনি যদি কোন micro job site এ কাজ করতে চান তো এই সাইটেই কাজ করুন।
এই সাইটের সাপোর্ট বেশ ভালো। যে কোন সমস্যার কথা ওদের বললেই সমাধান করে দিবে।
মোবাইল দিয়ে কাজ করতে পারেন google play store এ গিয়ে work up job লিখে সার্চ করলে ওদের অ্যাপ পাবেন।
তাছাড়া ওয়েবসাইটেও কাজ করতে পারেন। payment নিয়ে কোন সমস্যা হবে না।
এই সব সাইট এ কিভাবে কাজ করতে হবে তা বল্লাম না কারণ, সব সাইটের কাজ করার ধরন প্রায় একই।
আপনি যে সাইটে কাজ করতে চান সেই সাইটের ডিটেইল ভিডিও youtube থেকে দেখে নিবেন।
এই পোস্ট এ শুধুমাত্র bangladeshi freelancing website বা online income bd website
এর পরে কোন একদিন ইন্টারন্যাশনাল online income site নিয়ে ব্লগ পোস্ট করবো।
সেই পর্যন্ত ভালো থাকুক, আর নোটিফিকেশন অন করে রাখুন। যেন অনলাইন ইনকাম নিয়ে সব ইনফরমেশন
#topic: freelancing websites bangladesh
2 Comments