Graphic Design Bangla Tutorial 2023 – গ্রাফিক্স ডিজাইন কি? এবং এর চাকরির সুযোগ

Graphic Design Bangla Tutorial 2023 – গ্রাফিক্স ডিজাইন কি? এবং এর চাকরির সুযোগ.
বর্তমান সময়ের সব থেকে high paying জব গুলোর মধ্যে আছে গ্রাফিক্স ডিজাইন। বাংলাদেশের বেশিরভাগ ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করছে।
আপনি যেহেতু এই ব্লগ পোস্ট অপেন করেছেন তার মানে আপনার এই সম্পর্কে আগ্রহ আছে। আমি এই ব্লগ পোস্ট এ গ্রাফিক্স ডিজাইন করা শেখাবো না। একটা ব্লগ পোস্ট এ এটা শেখানো সম্ভব নয়।
আমি এই পোস্ট এ যা করবো তা হলো আপনাকে জানানোর চেস্টা করব গ্রাফিক্স ডিজাইন করা কিভাবে শিখবেন? কি কি প্রসেস ফলো করতে হবে?
এই ব্লগ পড়ার পর আপনি একটা সুন্দর রোড ম্যাপ নিয়ে শুরু করতে পারবেন।
আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এ ভালো করতে চান, তো আপনাকে কোর্স নিতে হতে পারে। আপনার যদি বাজেট থাকে তা হলে নিতে পারেন। বাজেট না থাকলেও সমস্যা নেই।
আমি এই ব্লগ এ বেশ কয়েকটা এমন ফ্রি রিসার্চ দিয়ে দিব যাতে আপনি গ্রাফিক্স ডিজাইন ফ্রি তে শিখতে পারেন। ফ্রি শেখার পর কাজ করে ইনকাম জেনারেট করে কোর্স নিতে পারেন। আরো advance ভাবে graphics design শিখতে।
আপনি সারা দিন এ কত যে গ্রাফিক্স দেখেন তার কোন সীমা নেই। প্রায় সব সেক্টর এ গ্রাফিক্স ডিজাইনার এর চাহিদা আছে। আর তা দিন দিন বেড়েই চলেছে।
প্রায়ই যুগের নিউজ পেপার থেকে শুরু করে হাল আমলের বড় বড় কোম্পানি। সফটওয়্যার কোম্পানি থেকে মিডিয়া সবখানেই গ্রাফিক্স ডিজাইনার এর চাহিদা। এখন তো মানুষ সোস্যাল মিডিয়াতে পোস্ট করার জন্যেও গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে।
অতীতের সংবাদপত্রের অফিস এ যেমন গ্রাফিক্স ডিজাইনার দরকার হতো এমনই ভবিষ্যতের web 3.0 বা meta তেও গ্রাফিক্স ডিজাইনার দরকার। তবে সময়ের সাথে ডিজাইন আর ডিজাইন করা ধরনের পরিবর্তন আসবে।
গ্রাফিক ডিজাইন কি(What is Graphic design)?
যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষরা নিজেদের ধারনা আর্ট, স্কিল ব্যবহার করে ছবি, লেখা ও ধারনার combine করে নতুন ধরনের picture তৈরি করে তাকে গ্রাফিক্স ডিজাইন বলি।
এখন ai দিয়েও নতুন ধরনের গ্রাফিক্স ডিজাইন করা সম্ভব হচ্ছে। তবে তা এখনো বানিজ্যিক ভাবে ব্যবহার উপযোগী নয়।
গ্রাফিক্স ডিজাইনার তাদের creativity ব্যবহার করে বিভিন্ন ধরনের ভার্চুয়াল কনসেপ্ট তৈরি করতে সক্ষম। তাদের কাজ মূলত ছবির মধ্যে দিয়ে আইডিয়া বা concept মানুষের সামনে present করা।
যুগে যুগে মানুষ যেনে বা না যেনেই এই গ্রাফিক্স ডিজাইন করে আসছে। কাগজের উপরে রং তুলির ছায়া দিয়ে হোক বা photoshop / Adobe Illustrator দিয়েই হোক।
Professional graphic designer হওয়ার জন্য আপনার অবসই যে কোন একটা সফটওয়্যার সম্পর্কে খুব ভালো ধারনা থাকা দরকার।
একই সাথে যদি বেশী সফটওয়্যার এর কাজ বা টুলস এর কাজ শিখতে চান তা হলে খুব সম্ভব যে আপনি দিন শেষে একটাও পারবেন না। যখন প্রফেশনাল পর্যায়ে যাবেন তখন কথা ভিন্ন।
আর্টিকেল লিখে মাসে ৭০,০০০ টাকা
গ্রাফিক ডিজাইনারদের ক্যারিয়ার: (graphic design bangla tutorial)
এক জন ভালো গ্রাফিক্স ডিজাইনার এর কখনো পেছনে ঘুরে তাকাতে হবে না। এমন কোন কোম্পানি নেই যেখানে গ্রাফিক্স এর দরকার নেই।
সেল বাড়ানো জন্য বিজ্ঞাপন তৈরি হোক বা সোস্যাল মিডিয়ায় পোস্ট করা হোক, গ্রাফিক্স ডিজাইনার লাগবেই।
বড় বড় কোম্পানির কথা এখন না বলি। আমাদের দেশের যে সব ছোট ছোট কোম্পানি তৈরি হচ্ছে সেখানেও গ্রাফিক্স এর ব্যাপক চাহিদা।
আর মজার ব্যাপার হলো এই চাহিদা কখনো কমবে না। বরং দিন দিন বেরেই যাবে।
গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনার যে সুধুমাত্র চাকরির উপর নির্ভর করে থাকতে হবে এমন নয়। বিভিন্ন স্টক সাইটে আপনার করা ডিজাইন বার বার সেল করে রয়েলিটি earn করার সুযোগ থাকছে।
গ্রাফিক্স ডিজাইন শেখার পর যে আপনি কত ধরনের কাজ করতে পারবেন তার লিস্ট করে শেষ করা যাবে না। বর্তমান সময়ে যে সব সেক্টর এ কাজের চাহিদা সব থেকে বেশী তা হলো:
- Logo designer এর
- Ux ডিজাইনার হিসেবে
- Ad design এ
- Flyer designer
- Book cover designer
- পোস্টার ডিজাইনার
- T-shirt designer
- Company profile designer এর
- Banner design
- Animation designer
এছাড়াও আরো অনেক অনেক কাজের সুযোগ আছে এই স্কিল এর।
কোন কোন কোম্পানির গ্রাফিক্স ডিজাইনার দরকার হয়? (graphic design bangla tutorial)
গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দেশের বাইরের বা দেশের মধ্যেই এমন অনেক কোম্পানির হয়ে কাজ করতে পারেন। যা আপনি হয়তো আগে জানতেন না।
যে সব কোম্পানির গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে হয় সেগুলো হলো:-
- গ্রাফিক্স ডিজাইন কোম্পানী
- বিজ্ঞাপন কোম্পানি
- Web design বা development services provider company
- Magazine company
- Digital marketing agency
- Appreciate কোম্পানি বা game development company
- Media publishing company
- Animation design company
- Brand identity design providing company
- Book publication company
- E-commarce company
ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এর কল্যাণে এখন ছোট বড় content creator এর জন্য ডিজাইন তৈরি করে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
যেসব কারণে আপনি অনলাইন থেকে আয় করতে পারছেন না
গ্রাফিক্স ডিজাইন শিখতে কত দিন লাগে ? (graphic design bangla tutorial)
গ্রাফিক্স ডিজাইন হলো মূলত একটা প্রাকটিক্যাল স্কিল। এর মানে হলো আপনাকে নিয়মিত প্রাকটিস করে করে শিখতে হবে।
গ্রাফিক্স ডিজাইন এর মধ্যে অনেক অনেক সেক্টর আছে। সব গুলো যদি আপনি ধরে ধরে যদি আপনি শিখতে চান তো আপনার অনেক সময় দিতে হবে।
Youtube এর ভিডিও দেখে শিখতে পারেন। এর ক্ষেত্রে সময় অনেক বেশী লাগবে। আর আপনি যদি বিগেনার হোন তো আপনি শেখার ফ্লো হারিয়ে ফেলবেন।
গ্রাফিক্স ডিজাইন এর উপর অনেক অনেক institute আছে। যেখানে শেখানোর
যাই হোক, সব থেকে ভালো হয় যদি আপনার কাছে গ্রাফিক্স ডিজাইন এর উপর একটা bachelor degree থাকে।
কলেজ থেকে ডিগ্রি নেওয়া থাকলে যে কোন কোম্পানিতে চাকরি পেতে কোন সমস্যাই হয় না।
গ্রাফিক্স ডিজাইন এর উপর ব্যাচেলর ডিগ্রি নিতে আপনার তিন থেকে চার বছর সময় লাগবে।
আপনি যদি চান তো এর পরে মাস্টার্স ডিগ্রি নিতে পারেন গ্রাফিক্স ডিজাইন এর উপর। এক্ষেত্রে আপনার আরো দুই বছর সময় লাগবে।
আপনার কাছে যদি graphic design এর উপর সার্টিফিকেট থাকে তাহলে দেশের ও দেশের বাইরের বড় বড় কোম্পানির হয়ে কাজ করার সুযোগ আসবে।
তা ছাড়াও আপনি চাইলে 6- 8 মাসের ডিপ্লোমা কোর্স নিতে পারবেন গ্রাফিক্স ডিজাইন এর উপর।
এই গেল গ্রাফিক্স ডিজাইন এ প্রফেশনাল হওয়ার জন্য যে সময় লাগবে তার হিসেব। আসলে যে কোন ডিজিটাল স্কিল শিখতে কত দিন সময় লাগবে তা অনেকটাই নির্ভর করে যে শিখছে তার আগ্রহের উপর।
আপনিই ডিসাইড করুন আপনার শিখতে কত সময় লাগবে!
গ্রাফিক্স ডিজাইন শিখতে কি কি লাগে ? (graphic design bangla tutorial)
আপনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন হতে হলে আপনার নতুন নতুন জিনিস শেখার প্রতি আগ্রহ থাকাটা অনেক বেশি জরুরি। কারন আগেই বলেছি এই সেক্টরের সব সময়ই আপডেট আসে।
সময়ের সাথে তাল না মেলাতে পারলে আপনি ঝরে যাবেন এটাই খুব স্বাভাবিক।
তাছাড়া চাকরি পেতে হলে বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য আপনার communication skills থাকাটা দরকার।
তা না হলে আপনি যত ভালোই ডিজাইনার হোন না কেন কাজ পা
আর creativity এবং drawing এ ভালো হতে হবে।
Accessories
As a beginner আপনার কাছে মিডিয়াম কনফিগারেশন এর ল্যাপটপ বা কম্পিউটার হলেই হবে। তবে ডিসপ্লে টা ভালো হতে হবে। oled display হলে সব থেকে ভালো হয়। তাহলে রং অনেক ভালো বোঝা যাবে।
প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য
Graphic design এ উচ্চ শিক্ষা জন্য 12 ক্লাস পাশ করতেই হবে। 12 ক্লাস পাশ না করলে কোন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দিবে না। যে কলেজে এই ডিগ্রি নিবেন সেখানে 12 ক্লাসের সার্টিফিকেট জমা দিতে হবে। যে কোন বিষয়ের উপর 12 ক্লাস পাশ করলেই হবে।
গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার কি কি ? (graphic design bangla tutorial)
গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করার আগেই যে প্রশ্ন আমাদের মাথায় আসে তারপর হলো:
গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার কি কি? কোনটা শিখবো? কোন সফটওয়্যার এর ব্যবহার সহজ? কোন সফটওয়্যার এর চাহিদা বেশী মানে কোনটা শিখতে খুব তারাতারি ইনকাম করতে পারবো?
একটা একটা করে উত্তর দেওয়া যাক। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার কি কি এটা নির্ভর করবে আপনি কি কাজ করছেন তার উপর। যেমন আর্ট রিলেটেড কাজ এর জন্য অ্যাডবি ইলাস্টেটর আছে।
বা আপনি যদি পোস্টার, কার্ড নিয়ে কাজ করতে চান তাহলে photoshop আছে। একটা দিয়ে অন্য টার কাজ যে হয় না তাই নয়। তবে জনপ্রিয়তার দিক দিয়ে এগুলোই উপরের সারিতে আছে।
আবার ui ডিজাইন করতে গেলে xd বা স্কেচ আছে। জটিল আলোচনায় যাচ্ছি না। (graphic design bangla tutorial)
বিগেনার লেভেল থেকে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য photoshop থেকে শুরু করতে পারেন। photoshop শিখলে মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন।
আর চাহিদার কথা বললে, বলতে হয় photoshop এর চাহিদা একটু বেশী। আপনি নিজেই একটু সময় নিয়ে freelancing website এ দেখতে পারেন।
যেহেতু ধরেই নিচ্ছি যে আপনি গ্রাফিক্স ডিজাইন ফিল্ড এ একদম নতুন। তাই আপনি যখন ডিজাইন করতে থাকবেন তখন দেখবেন যে কিছু কিছু ডিজাইন করতে আপনার ভালো লাগছে না।
আবার কিছু কিছু ডিজাইন করতে আপনার বেশ মজা লাগছে। আপনার কোন ধরনের ডিজাইন করতে মজা লাগে এটা খুঁজে বের করার জন্য হলেও আপনার অনেক অনেক ডিজাইন করতে হবে।
আজ লোগো ডিজাইন করবেন কাল ফ্লেয়ার ডিজাইন করছেন তো পরের দিন ui ডিজাইন করছে। প্রথম দিকে এমন করতেই হয়। কোন ড
এজন্য as a beginner আমার সাজেশন থাকবে photoshop দিয়ে শুরু করার। তাহলে পরে গিয়ে যে সফটওয়্যার শিখতে যান সেটা সহজ হয়ে যাবে।
কত টাকা আয় করা যাবে ? (graphic design bangla tutorial)
গ্রাফিক্স ডিজাইন শেখার পর আপনি মূলত তিন-চার রকম এর কাজ করে ইনকাম জেনারেট করতে পারবেন।
চাকরি করে আয়
আপনি কি graphic design শিখে এই লাগে চাকরি করতে চান? প্রথম দিকে আপনার বেতন হবে আমাদের দেশের হিসেবেই 25-30 হাজার টাকা।
আমি তো আগেই বলেছি এটা এমন একটা পেশা যেখানে সারা জীবন শিখতে হবে। আপনি যত শিখতে থাকবেন, তত আপনার অভিজ্ঞতা বাড়তে থাকবে। আর তার সাথে সাথে আপনার ইনকাম ও বাড়তে থাকবে।
এক জন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার মাসে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আরো বেশীও ইনকাম করতে দেখা যায়।
যেহেতু গ্রাফিক্স ডিজাইন শেখার পর সুধু যে আপনি চাকরি করবেন তা নয়। সাথে সাথে আরো কাজ করবেন যাতে ইনকাম আরো বেড়ে যায়।
তাই আপনার graphic design এর উপর একটা ডিগ্রির পাশাপাশি কয়েক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রথম দিকে আপনার কম টাকায় কাজ করতে হতে পারে। কারন আপনার experience বাড়াতে হবে। বেশী বেশী কাজ করতে হবে।
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা ইনকাম- graphic design bangla tutorial
এখন ফ্রিল্যান্সিং কি তা অবসই আপনারা আমার থেকে ভালোই জানেন। তবুও আমি একবার বলে দেই।
সহজে বলতে গেলে, ফ্রিল্যান্সিং হলো একটা প্রক্রিয়া এর নাম, যা ব্যাবহার করে একজন মানুষ বা একটি এজেন্সি অনলাইন এ অন্য একটি মানুষ বা এজেন্সির কাজ করে টাকা নেয়।
ফ্রিল্যান্সিং করাকে অনেকেই জব বলতে চায় না। কিন্তু এটাও এক ধরনের জব। ট্রাডিশনাল জব থেকে এটা একটু ভিন্ন ঠিক।
ফ্রিল্যান্সিং পেশা টা আপনি পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে করতে পারেন। আপনি মার্কেট এ থাকা জনপ্রিয় freelancing website এ একাউন্ট করে graphics রিলেটেড সার্ভিস দিয়ে আয় করবেন।
এভাবে কাজ করলে আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম সম্ভব এটা বলা একটু কঠিন।
কারন এটা নির্ভর করে আপনি কতটা কাজ করছে, আর আপনা অভিজ্ঞতা কতটা। ভালো ক্লাইন্ট এর সাথে কাজ করতে পরলে বেশী ইনকামের সুযোগ থাকে।
তার পর আসে রয়েলিটি ইনকাম, আপনার করা ডিজাইন থেকে রয়েলিটি ইনকাম করতে পারেন।
একটা ডিজাইন বার বার বিক্রি করে অনেকেই বেশ ভালো এমাউন্ট ইনকাম করছে।
এর জন্য আপনার ডিজাইন বিভিন্ন Stoke site এ আপলোড করতে হবে। আপনার ডিজাইন যদি ভালো হয় তাহলে বিক্রি অনেক বেশী হবে।
কয়েকটা স্টক সাইট হলো-
- iStock
- Shutterstock
- Creative market
- Pngtree
- Offset
টিউশনি করে ইনকাম করুন : (graphic design bangla tutorial)
দেখুন আজ আমাদের দেশেই গ্রাফিক্স ডিজাইনার এর চাহিদা কত। কত মানুষ গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী।
আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এ ক্যারিয়ার গড়ে তুলতে পারেন তা হলে আপনি টিউশনি করেও ভালো ইনকাম করতে পারেন।
টিউশনি করা মনে হলো যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চায় তাদের কে আপনি কোর্স করাতে পারেন। আর তা না করতে চাইলে আপনি youtube এ ভিডিও বানিয়ে ছেরে দিতে পারেন।
এভাবে গ্রাফিক্স ডিজাইনার দের ইনকাম করার উপায় বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনি যখন বিষয়টা জেনে যাবেন তখন ইনকামের পথটা নিজেই খুঁজে বের করতে পারেন।
freelancing websites in bangladesh
আনলাইনে কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখবো? (graphic design bangla tutorial)
এখন অনলাইন এ যে কোন বিষয় শেখা একদম সহজ ব্যাপার। থাকতে হবে সুধু আপনার আগ্রহ, তাহলেই হবে।
সুধু গ্রাফিক্স ডিজাইন না, অনলাইন থেকে যে কোন বিষয় শিখতে হলে এই তিন রকম এ শিখতে হবে।
1.Youtube ভিডিও দেখে
বলা হয় youtube এ নেই এমন কোন ভিডিও নেই। কিভাবে দরজা খুলতে হয় থেকে শুরু করে কি করে রকেট বানাতে হয় সব youtube এ পাবেন।
ভালো ভালো channel কে ফলো করলে আপনি graphic design এর উপর ভালো ধারনা পেতে পারেন।
Youtube এ মেইন যে সমস্যা সেটা হলো কোন রোড ম্যাপ পাবেন না। তার মানে কিসের পর কি শিখতে হবে। কোন পথে গেল ভালো হবে এটা জানতে পারবেন না youtube ভিডিও দেখে। এই জন্য আপনার ভুল পথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
এই সমস্যার সমাধান হচ্ছে পরের ধাপে। আর তা হচ্ছে ,
2.পেইড কোর্স করা- graphic design bangla tutorial
পেইড কোর্স করলে কি হবে? আপনি একটা সাজানো রোড ম্যাপ পাবেন। এবং একটা সময় পর যে অপনার ডিজাইনার হতেই হবে এমন একটা টার্গেট কাজ করে মনের মধ্যে।
আপনার যদি বাজেট থাকে
10 Ms এ সাদমান সাদিক এর একটা graphic design bangla tutorial with photoshop কোর্স আছে। ঐটা করে দেখতে পারেন।
কম সময়ে ও অল্প সময়ে গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য এই কোর্স তৈরি করা হয়েছে। কোর্স টি করে আপনি যা যা শিখতে পারবেন:
- Photoshop এর সকল টুলস এর ব্যাবহার
- এবং ভিন্ন ভিন্ন প্রোজেক্ট কিভাবে করে সেটা শিখে নিতে পারবেন।
- এবং গ্রাফিক্স ডিজাইন শেখার পর কিভাবে ইনকাম এর পথ খুজে বের করতে হয় তা, এই কোর্স এর মধ্যেই শিখতে পারবেন।
3.ব্লগ আর্টিকেল থেকে ইনকাম (graphic design bangla tutorial)
নিয়মিত বিভিন্ন ব্লগ পড়তে হবে। Google এ গিয়ে সার্চ করে এমন আর্টিকেল পরে পরে নতুন নতুন জ্ঞান অর্জন করতে হবে।
শেষের কথা:- graphic design bangla tutorial
আহ! এতক্ষণে নিশ্চয়ই আপনার মনে থাকা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত সব প্রশ্নের জবাব পেয়ে গেছেন।
এই আর্টিকেল যদি আপনার কাছে ভালো লেগে থাকে তা হলে আপনার ঐ বন্ধুর কাছে শেয়ার করুন যে গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছে।
#Topic: graphic design bangla tutorial
One Comment