How to create bkash account – কিভাবে বিকাশ একাউন্ট খুলতে হয়?

How to create bkash account বিকাশ একাউন্ট কিভাবে খুলতে? আজ এই পোস্ট এ আপনি জানতে পারবেন কিভাবে বিকাশ একাউন্ট খুলতে হয়। বিকাশ একাউন্ট খোলার নিয়ম সুন্দর করে ধাপে ধাপে এই পোস্ট এ বলে দিয়েছি।
এই পোস্ট পড়ার পর খুব সহজেই 5 মিনিট এর মধ্যে আপনি বিকাশ একাউন্ট খুলতে পারবেন। আর প্রথম একাউন্ট করে 100 টাকা বোনাস পাবেন। অ্যাপ দিয়ে বা বিকাশ অ্যাপ ছাড়া একাউন্ট তৈরি করতে পারেন।
তাহলে চলুন একাউন্ট খোলা শুরু করি। একাউন্ট খোলার আগে যারা জানেন না যে বিকাশ কি? তাদের জন্য বলে দিচ্ছি।
বিকাশ কি?
বিকাশ হলো একটা ব্যাংকিং দেবা দান কারি প্রতিষ্ঠান। যাকে আমরা মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং বলে থাকি। ইন্টারনেট কানেকশন থাকলে বা ইন্টারনেট কানেকশন না থাকলেও বিকাশ এ একজন গ্রাহক আরেকজন গ্রাহক কে টাকা পাঠাতে পারবে।
এছাড়াও বিকাশ দিয়ে কেনাকাটা করা, বিভিন্ন বিল পরিশোধ করা, প্রতিষ্ঠান এর টাকা জমা দেওয়ার মতো জরুরী কাজ করা যায়। এটা ব্রাক ব্যাংক এর অন্তর্গত একটা ফিন্যান্স সংস্থা।
বিকাশ একাউন্ট খুলতে কি কি লাগে?
বিকাশ এ নতুন একাউন্ট করার জন্য আপনার যা যা সাথে থাকতে হবে তা হলো:
- NID কার্ড (ভোটার কার্ড) লাগবে। অনলাইন কপি হলেও হবে কোন সমস্যা নেই।
- নতুন বিকাশ একাউন্ট খোলার জন্য একটি এন্ডয়েড মোবাইল ফোন লাগবে। আর ইন্টারনেট কানেকশন দরকার হবে।
- যার NID কার্ড দিয়ে একাউন্ট খুলতে চান তাকে লাগবে।
কোন কোন সিম থেকে বিকাশ একাউন্ট খোলা যায়?
এখন বিকাশ একাউন্ট খোলা একদম সহজ কাজ। নিচের ধাপ গুলো ফলো করে আপনি একাউন্ট খুলতে পারবেন। এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, গ্রামীণফোন ও রবি সিম ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম:
মোবাইল এ বিকাশ অ্যাপ ডাউনলোড করে নতুন বিকাশ পার্সোনাল একাউন্ট করা খুব সহজ। নিচের দেওয়া ধাপগুলো ভালো করে ফলো করে ঐ অনুসারে কাজ করলেই আপনি একটি বিকাশ একাউন্ট খুলে নিতে পারবেন কারো সাহায্য ছাড়াই।
100 টাকা ফ্রি পাওয়ার নিয়ম:
নিজেই নিজের নতুন বিকাশ একাউন্ট খোলার জন্য আগে আপনার বিকাশ অ্যাপ ডাউনলোড করতে হবে। নিচের লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে আপনার মোবাইল এ ইস্টল করে নিন । তাহলে আপনি আপনার প্রথম লেনদেন এ 100 টাকা বোনাস পাবেন।
bkash ক্লিক করে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিন।
বিকাশ একাউন্ট খোলার নিয়ম: How to create bkash account
বিকাশ অ্যাপ ব্যাবহার করে নতুন বিকাশ একাউন্ট খুলতে মাত্র 5 মিনিট সময় লাগবে। এতো সময়ে উপরের লিংক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিয়েছেন।
এখন মোবাইল এ ইন্টারনেট কানেকশন অন করুন। তার পর বিকাশ অ্যাপ টি অপেন করুন। এখন নিচের ধাপ গুলো ফলো করে করে কাজ করুন:
How to create bkash account
- বিকাশ অ্যাপ অপেন করলে লেখা দেখতে পাবেন “ লগ ইন/ রেজিস্ট্রেশন” ওখানে ক্লিক করুন।
লগ ইন/ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনাকে আরেকটি পাতায় নিয়ে আসবে। এখানে আপনি যে নাম্বার টাতে নতুন বিকাশ একাউন্ট খুলতে চান সেই নাম্বার টা দিন। এর পর পরবর্তী লেখা বাটন ক্লিক করুন।
2. এর পর আপনার নাম্বার কোন অপারেটর এর তা সিলেক্ট করুন। এর পর পরের পেজে নি
3.আপনার মোবাইল এ একটি otp পাঠানো হবে। অবসই আপনার মোবাইল নাম্বার টি খোলা থাকতে হবে। যে ফোন দিয়ে একাউন্ট করতেছেন ঐ মোবাইল ফোন এ সিম থাকতে হবে। তাহলে অটোমেটিক otp বসে যাবে। এর পর “ক
4. এখন আপনার NID কার্ড বা জাতির পরিচয় পত্রের উপরের পৃষ্ঠার ছবি তুলতে হবে। অবশ্যই যেন NID কার্ড এর সকল তথ্য বোঝা যায়। এর পর “সাবমিট করুন” এ ক্লিক করতে হবে।
5. এর পরে আপনার NID কার্ড এর পেছনের পাতার একই রকম ভাবে ছবি তুলে সাবমিট করবেন।
6. যার NID তার মুখের ছবি মোবাইল সামনের ক্যামেরা দিয়ে তুলতে হবে। তার পর তিরে কক্লিক করে NEXT পেজে যেতে হবে।
আপনার বিকাশ এ নতুন একাউন্ট খোলা হয়ে গেছে। যদি আপনি আগের ধাপ গুলো ফলো করে কাজ করেন তো।
নগদ অ্যাকাউন্টের ক্যাশ আউট চার্জ কত
বিকাশ একাউন্ট এক্টিভ করব কিভাবে?
আপনার একাউন্ট তো খোলা হয়ে গেল। কিন্ত এখনো তো আপনার একাউন্ট এক্টিভ করা হলো না। একাউন্ট এ পাসওয়ার্ড দেওয়া হলো না।
উপরের ধাপ গুলো যদি ঠিক করে সম্পর্ন করে থাকেন তাহলেই হলে আপনার মোবাইল এ কিছু sms আসবে। এর পর নিচের ধাপগুলো ফলো করুন:
- আপনার মোবাইল এর ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন *247#
- Active menu pin অপশন দেখাবে সেখানে 1 টাইপ করে এগিয়ে যাবেন।
- তার পর আপনার বিকাশ একাউন্ট এর একটি পাসওয়ার্ড দিতে হবে। পাঁচ সংখ্যার এই পাসওয়ার্ড হবে আপনার বিকাশ পিন।
- ঐ পাসওয়ার্ড আবার দিয়ে send করলেই আপনার নতুন বিকাশ একাউন্ট খোলা হয়ে যাবে।
অনেকেই জানতে চান এমন প্রশ্ন: How to create bkash account
- একটা আইডি কার্ড দিয়ে কয়টা বিকাশ একাউন্ট করা যায়?
একটা বিকাশ একাউন্ট একটা nid কার্ড। মানে একটা NID কার্ড দিয়ে একের বেশী বিকাশ একাউন্ট খোলা যায় না।
- বিকাশ অ্যাপ দিয়ে কি টাকা ইনকাম করা যায়?
হ্যা, বিকাশ অ্যাপ দিয়ে টাকা ইনকাম সম্ভব। বিকাশ অ্যাপ এ রেফার করার অপশন আছে। রেফার করে ইনকাম করতে পারেন।
- বিকাশ কোড কি?
বিকাশ এর একাউন্ট কোড হলো *247#
- বিকাশ এর কাস্টমার কেয়ার এর নাম্বার কত?
বিকাশ এর কাস্টমার কেয়ার নাম্বার: 26247
#Topic:
আমি এই ব্লগ এর মাধ্যমে কিভাবে বিকাশ এ নতুন একাউন্ট খুলতে হয়। নতুন একাউন্ট খোলার নিয়ম ধাপ আকারে সুন্দর করে তুলে ধরেছি। এর পরে আর কোন সমস্যা হওয়ার কথা না বিকাশ একাউন্ট খোলার ক্ষেত্রে।