Nagad Cash Out Charge 2023 – নগদ অ্যাকাউন্টের ক্যাশ আউট চার্জ কত

Nagad cash out charge 2023. নগদ হচ্ছে একটা বাংলাদেশের মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস কোম্পানি। তাছাড়া সব থেকে কম ক্যাশ আউট চার্জ নেওয়ার কারনে সবার কাছে পরিচিত।
অনেকেই জানতে চান nagad charge সম্পর্কে। আজ জানবো নগদে ক্যাশ আউট চার্জ কত? এই সম্পর্কে।
বাংলাদেশর অন্যান্য মোবাইল ব্যাংক সার্ভিস থেকে nagad charges কম নেয়। নগদ একাউন্ট এর ক্যাশ আউট চার্জ প্রতি 1,000 (এক হাজার) এর মাত্র 9.99 টাকা। নগদ অ্যাকাউন্ট এর ক্যাশ আউট চার্জ কত হবে তা নির্ভর করে আপনার অ্যাকাউন্ট এর ধরন বা কিভাবে টাকা তুলছেন তার উপরে।
আপনার নগদ অ্যাকাউন্ট ইসলামিক নাকি রেগুলার তার উপর নির্ভর করবে আপনার nagad cash out charge ক্যাশ আউট চার্জ। আবার আপনি কোড নাকি অ্যাপ ব্যাবহার করছেন তার উপরেও নির্ভর করে nagad charges
যদি আপনি নগদ অ্যাকাউন্ট এর ক্যাশ আউট চার্জ কত জানেন তাহলে আপনি nagad cash out charge কমাতে পারবেন।
কাজু বাদামের উপকারিতা ও অপকারিতা
Nagad charges
মোবাইল ব্যাংকিং সেবা দান কারি যতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে নগদ জনপ্রিয়তার শিখরে। তার একটা বড় কারণ হচ্ছে নগদের লেনদেন খরচ। রকেট, বিকাশ সহ যে সব মোবাইল ব্যাংকিং সেবা বাংলাদেশ এর আছে তার মধ্যে নগদ এর nagad এর ক্যাশ আউট চার্জ কম।
আপনি যদি এখনো একাউন্ট না করে থাকেন তো নগদ অ্যাকাউন্ট খোলার উপায় জেনে নিয়ে। একাউন্ট করুন।
চলুন এবার নগদ এ কত টাকা ক্যাশ আউট চার্জ তা জেনে নেই।
মোবাইল ব্যাংকিং সেবাতে সাধারণত দুই ভাবে ক্যাশ আউট করা যায়। নগদ ও তার বিপরীত নয়।
- কোড টাইপ করে
- মোবাইল অ্যাপ দিয়ে
কোড দিয়ে রেগুলার একাউন্ট এর ক্যাশ আউট চার্জ- nagad cash out charge
USSD বা নগদ কোড টাইপ করে এজেন্ট পয়েন্ট এ এসে ভ্যাট ছাড়া প্রতি এক হাজার টাকায় 13.04 টাকা খরচ হবে।
ভ্যাট সহ এক হাজার টাকায় খরচ হবে 15 টাকা। তার মানে আপনি এক হাজার টাকা ক্যাশ আউট করতে চাইলে আপনার একাউন্ট থেকে 1015 টাকা কাটা হবে।
নগদ কোড: *167#
Nagad code: *167#
USSD code:*167#
অ্যাপ দিয়ে নগদ রেগুলার একাউন্ট এর ক্যাশ আউট চার্জ- Nagad cash out charge from app
সব digital financial services এর মতোই নগদেও অ্যাপ ব্যাবহার এ বিশেষ সুবিধা পাওয়া যায়। সব সুবিধার মধ্যে কম ক্যাশ আউট চার্জ একটা।
নগদ অ্যাপ ব্যাবহার করে nagad cash out charge ভ্যাট ছারা এক হাজারে 9.99 টাকা।
আর ভ্যাট সহ nagad cash out charge হবে প্রতি হাজার এ 11.49 টাকা।
তার মানে এই হাজার টাকা ক্যাশ আউট করতে আপনার একাউন্ট থেকে 1011.49 টাকা কাটা হবে।
খেজুর কেন খাওয়া উচিত
নগদ ইসলামিক একাউন্ট এর nagad cash out charge
নগদ ইসলামিক একাউন্ট এর ক্যাশ আউট চার্জ কিছুটা বেশী। নগদ ইসলামিক একাউন্ট এ কোড বা
অ্যাপ ব্যাবহার করলে একই একাউন্ট কাটে। নগদ ইসলামিক একাউন্ট এ অ্যাপ বা কোড দিয়ে ভ্যাট ছারা এক হাজার টাকায় 13.05 টাকা কাটা হয়।
ভ্যাট সহ নগদ ইসলামিক একাউন্ট থেকে ক্যাশ আউট করতে গেলে কাটা হবে এক হাজার এ 15 টাকা। এর মানে হলো নগদ ইসলামিক একাউন্ট থেকে ভ্যাট সহ এক হাজার টাকা ক্যাশ আউট করতে গেলে, একাউন্ট থেকে 1015 টাকা কাটা হবে।
এক নজর এ nagad cash out charge
- ভ্যাট ছারা কোড দিয়ে ক্যাশ আউট চার্জ হাজারে 13.05 টাকা।
- ভ্যাট সহ কোড দিয়ে নগদ ক্যাশ আউট চার্জ হাজারে 15 টাকা।
- ভ্যাট ছারা অ্যাপ এ ক্যাশ আউট চার্জ হাজার 9.99 টাকা।
- ভ্যাট সহ নগদ অ্যাপ এ cash out charge হাজারে 11.49 টাকা।
- নগদ ইসলামিক একাউন্ট এ কোড বা অ্যাপ এ ক্যাশ আউট চার্জ হাজারে 15 টাকা।
Nagad cash out charge Calculator
যারা যাবেন না তারা অনেকেই nagad cash out charge calculator লিখে google এ সার্চ করেন। আসলে nagad cash out charge calculator নামে কোন ক্যালকুলেটর তৈরি করে নাই।
আপনাকে জানতে হবে নগদ ক্যাশ আউট চার্জ কত সেটা জানতে হবে। শতকরা হিসাব এ নগদ এর ক্যাশ আউট চার্জ কত টাকা কাটে সেটা জানতে হবে।
Nagad cash out charge অ্যাপ থেকে 1.149% আর যদি আপনি NSSD কোড থেকে ক্যাশ আউট করেন তাহলে nagad cash out charge 1.49% হবে।