Best Online Income BD payment bkash 2023

Online Income BD payment nagad 2023. online taka income 2023 Part-time online income site for students. I hope all is good. Today I will discuss online income. Many sites in Bangladesh provide huge opportunities to make money online at home.
আমাদের মধ্যে অনেকেই আছে যারা part time online income করতে আগ্রহী। বিশেষ করে youtube এ দেখলাম এমন অনেকেই আছে যারা online income site bd payment bkash 2023 লিখে সার্চ করছে।
Youtube এর ভিডিও দেখে আমি রীতিমত বিরক্ত। কারণ যেই উপায় গুলো দেখানো হচ্ছে তাতে long term টাকা ইনকাম সম্ভব নয়।
যাইহোক আমি আজ এই ব্লগ এ বেশ কিছু টাকা ইনকাম অ্যাপ ( taka income apps) এর সাথে পরিচিত করে দিব। এর মধ্য বেশ কিছু নিয়ে আমি আগেও কথা বলেছি।
আজ এখানে মূলত যে সব টাকা ইনকাম সাইট ( taka income apps ) সবার সামনে নিয়ে এসেছি। তার সব কয়টাই হলো part-time job site বা ছাত্র অবস্থায় বা চাকরির পাশাপাশি করা যাবে।
অনেকেই জানতে আগ্রহী যে কিভাবে online income করা যায় দিনে 500-1000 টাকা। তাও আবার payment bkash 2023. আজ আমি বেশ কিছু অনলাইন ইনকাম সাইট এর সাথে পরিচিত করে দিব।
যে সব সাইট এর সাথে পরিচিত করে দিব ঐগুলো মূলত micro job site bd payment bkash.

What is a Micro job site?
Micro job site bd কি কি কাজ করতে হয়? (Online Income BD payment nagad)
- Facebook এ লাইক দেওয়া বা ফলো করা
- টুইটার এ টুইট করা।
- Instagram এ ফলো করা বা লাইক দেওয়া
- Account তৈরি করা।
- Website visit করা
- টেলিগ্রাম চ্যানেল এ জয়েন করা
- App ডাউনলোড করা
- কোন কন্টেন্ট সোস্যাল মিডিয়াতে শেয়ার করা
- Gmail account তৈরি করা
- আর্টিকেল লেখা
- Youtube channel subscribe করা
Online Income BD payment Bkash 2023
আমরা প্রতি দিন কত সাইট ভিজিট করি তার কোন হিসাব নেই। ফেজবুক এ যাই ইউটিউব এ যাই, বন্ধুদের খবর নেই, গান শুনি বা কি করে অনলাইনে ইনকাম করা যায় সেই ভিডিও দেখি। ইন্টানেটে অসংখ্য সময় পাস করার সাইট আছে।
আবার এমন অনেক সাইট আছে যেখানন থেকে ইনকাম জেনারেট করা যায়। যেমন;
- Youtube channel
- facebook page
- Fiverr
- workupjob
- microworkers
আসলে এমন লিস্ট করতে গেলে শেষ হবে না। আজ আমি যে Online oncome Site 2023 নিয়ে হাজির হয়েছি তার নাম হলো: Give a Work
Give a work কি?
এটা একটা micro job site, যেখানে মূরতো বেশ কিছু কাজ এর বিনিময়ে টাকা দেয়।
অন্য সব সাইট এর মতো এটা ও একই রকম। তবে এখানে অন্য সাইট থেকে অপশন একটু বেশী আছে। gave a job এর ওয়েব সাইটে Micro job এর পাশাপাশি
- Graphic design
- Digital marketing
- Website development
- App development
- Theme customization
- VFX Editor
ইত্যাদি অনেক ধরনের সার্ভিস provide করে ইনকাম করতে পারেন মাসে 2-5 হাজার টাকা।
তাছাড়া, giveaway জেতার সুযোগ থাকে। বিভিন্ন contest এর আয়োজন থাকে give a work সাইটে।
ইনভেস্ট করতে হবে কি? (Online Income BD payment nagad)
না, কোন রকম ইনভেস্ট করা ছাড়া ইনকাম করতে পারবেন। একদম প্রথম দিন থেকেই ইনকাম করতে পারবেন।
এক টাকাও ইনভেস্ট করতে হবে না। আপনার ইনকাম হবে আপনি কাজ করবেন তার বিনিময়ে। কাজ করবেন না তো ইনকাম হবে না।
তবে যদি আপনি কাজ দিতে চান তো ইনভেস্ট করতে হবে। এই সাইট এ আপনি কাজ দিতেও পারবেন। ( এটা আমাদের আজকের বিষয় নয়)
Give a job online income site account Create

তোমার চলুন জেনে নেওয়া যাক কি ভাবে অনলাইন ইনকাম সাইট এ একাউন্ট করতে হয়?
Give a job taka income site এ একাউন্ট করার জন্য আপনার দরকার হবে হলো:
- আপনার আসল নাম,
- আপনার ইমেইল অ্যাড্রেস,
- আপনি কোন দেশে থাকেন,
- একটা শক্ত পাসওয়ার্ড
এবার চলুন একাউন্ট তৈরি করা যাক। প্রথমে এই (https://giveawork.com/) লিঙ্ক এ ক্লিক করুন। ( এখানে ক্লিক করলে বোনাস পাবেন) তাহলে আপনাকে signup পেজে নিয়ে আসবে। এর পর ধাপে ধাপে ঘর গুলো পূরণ করুন:-
- প্রথমে আপনার নামের প্রথম অংশ টি দিন। যেমন: Soyaib
- এর পর আপনার নামের শেষ অংশ লিখুন। যেমন: হোসেন
- তার পর আপনার সঠিক ইমেইল অ্যাড্রেস দিন। যেমন: contact@creativebari.com
- পরের ঘরে আপনি যে দেশ থেকে কাজ করবেন সেটা দিন। যেমন: bangladesh
- এর পরের ঘরে একটা শক্ত ও ইউনিক পাসওয়ার্ড দিতে হবে। যেমন: U3Sr9Mg#fD@3
- সেই একই পাসওয়ার্ড আবার দিতে হবে।
- “I accept terms and conditions “ এক টিক দিয়ে।
“Register” বাটনে ক্লিক করে আপনার একাউন্ট তৈরির কাজ শেষ করতে হবে।
আপনার ইমেইল এ একটা মেইল যেতে পারে। সেটা ভেরিফাই করতে হবে। আপনার give a job প্রোফাইল এ গিয়ে আরো ইনফরমেশন অ্যাড করতে পারেন।
ব্যাস হয়ে গেল আপনার অনলাইন ইনকাম সাইটের একাউন্ট। এবার কাজ করে ইনকাম জেনারেট করার পালা।
online taka income 2023 (Online Income BD payment nagad)

বাম পাশের ছবির দিকে লক্ষ করুন।
- একদম বাম পাশে লাল বোডার এর মধ্যে হচ্ছে কাজের ক্যাটাগরি। আপনি যেই ক্যাটাগরির কাজ করতে বেশী আগ্রহী সেই ক্যাটাগরিতে ক্লিক করে যাতে পারেন।
- উপরের দিকে সবুজ রঙ দিয়ে বোঝানো অংশ টুকু হলো কাজে ধরন। যেমন: microjob, public airdrop, project ইত্যাদি
- তিন নম্বর সেকশন হলো আসল কাজ। এখানে আপনার কাজ ডিসপ্লে হচ্ছে।
আপনার প্রথম দিন এ কাজ থাকবে কোথায় কি আছে সেটা দেখা। তার মানে ওয়েবসাইট টাকে ভালো করে বোঝা।
Online Income BD payment bkash
আচ্ছা এতো সময় ধরে যেই ইনকাম সাইট এর কথা আপনাদের কাছে বলে যাচ্ছি তার
টেনশন এর কোন কারণ নেই। এই ওয়েবসাইট এক বছরের বেশী সময় ধরে মার্কেট এ আছে। কোন ফেক ওয়েবসাইট এতো সময় থাকতে পারে না। আর এর রেটিং বেশ ভালো। আপনি তাদের কে বিশ্বাস করতে পারেন। তাছাড়া তাদের সাথে Facebook এ যোগাযোগ করতে পারেন।
Payment system
এই সাইট থেকে মোট আট টি উপায়ে টাকা আপনার পকেটে আনতে পারেন।
- Bkash: বিকাশে আপনি সর্বনিম্ন 1 ডলার হলে টাকা উঠাতে পরবেন। কোন চার্জ কাটবে না।
- Nagad: আগের মতোই আপনি সর্বনিম্ন 1 ডলার হলে টাকা উঠাতে পরবেন। 5.00% চার্জ কাটবে।
- Paytm: আপনি সর্বনিম্ন .50 ডলার হলে টাকা উঠাতে পরবেন। কোন চার্জ কাটা হবে না।
- Skrill: সর্বনিম্ন 5 ডলার হলে টাকা উঠাতে পরবেন। 5.00% চার্জ কাটা হবে।
- PayPal: আপনি সর্বনিম্ন 5 ডলার হলে টাকা উঠাতে পরবেন। 5.00% চার্জ কাটবে।
- Tether: সর্বনিম্ন 5 ডলার হলে টাকা উঠাতে পরবেন। 5.00% চার্জ কাটবে।
- Payeer: আপনার ইনকাম সর্বনিম্ন 5 ডলার হলে টাকা উঠাতে পরবেন। 5.00% চার্জ কাটবে।
আমার মতে এই সাইট এ কাজ করার আনেক কারণ আপনারা ইতিমধ্যেই খুজে পেয়েছেন। আপনার এই রিলেটেড যে কোন প্রশ্ন আমাকে বা give a job এর ফেসবুক পেজে করতে পারেন।
মনে রাখবেন: give a job সাইটের অ্যাডমিন এর সাথে আমার কোন সম্পর্ক নেই। এটা কোন sponsored পোস্ট নয়। তাই নিজ দায়িত্বে কাজ করুন।
#topic: Online Income BD payment nagad
Facebook
Facebook sob doroner kaj korbo