অনলাইন ইনকামফ্রিল্যাসিং

ছাত্রদের টাকা আয় করার উপায়

ছাত্রদের টাকা আয় করার উপায় তুলনামূলক আমাদের দেশে কমই আছে। এর কারণ অবশ্য আমরাই কারণ আমরা ছোট কাজ গুলোকে গুরুত্ব দেই না বা সম্মান করি না। বাইরের দেশের চিত্র কিন্তু উল্টো। সেখানে প্রায় প্রতিটা ছেলেই তার নিজের হাত খরচ নিজে চালায়।

আস্তে আস্তে এই চিত্র টা কিছুটা হলেও পরিবর্তন হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজের হাত খরচ ইনকাম করার চেষ্টা করছে। বা ছাত্রদের টাকা ইনকাম করার উপায় গুলো জানতে ইচ্ছুক।

আপনিও যদি এমন কেউ হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেল সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন। কারণ এটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আলোচনা করা কিছু টপিক আপনি এখন শুরু করতে পারেন। পরে এটা আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন।

 

Table of Contents

ছাত্র জীবনে আয় করা কি উচিত হবে?

ছাত্র জীবনে আয় করা কি উচিত হবে?
ছাত্রদের টাকা আয় করার উপায়

আমি জানি এই প্রশ্ন অনেকের মাথায় আছে। অনেকেই মনে করে ছাত্র অবস্থায় ইনকাম করা শুরু করলে পড়াশোনার ক্ষতি হবে। এই বয়সে টাকার প্রতি দূর্বলতা তৈরি হবে।

আপনার যদি লেখাপড়া খুব বেশী ভালো হয় আপনি টাকা ইনকাম এর দিকে মন দিলে আপনার সপ্ন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনার উচিত টাকা ইনকাম এর দিকে এখনই মন না দেওয়া।

অথবা আপনার টাকা পয়সার যদি কোন অভাব না থাকে তাহলেও ভিন্ন কথা। ( ছাত্রদের টাকা আয় করার উপায় )

 

ছাত্র জীবনে টাকা ইনকামের গুরুত্ব

কাজ করার মাধ্যমে আপনি আপনার সোস্যাল স্কিল এর উন্নতি করতে পারবেন। হয়তো যেটা আপনি একাডেমিক শিক্ষায় কখনোই শিখতে পারবেন না সেটা আপনি শিখতে পারার সুযোগ পাবেন।

আর একটা বিষয় তো সবাই জানি যে, কোন job এর apply করলেই যেটা চাইবে সেটা হলো দক্ষতা। আপনি যদি ছাত্র জীবনেই টাকা ইনকাম করতে চান তাহলে আপনার দক্ষতা বাড়তে থাকবে। যেটা আপনাকে সব সময় সবার থেকে উপরে রাখবে।

সব মিলিয়ে ছাত্রদের টাকা উপার্জন করার বিষয়ে ভাবা উচিত। আর এই সব বিষয়কে মাথায় রেখে আজ আমি এই আর্টিকেল এ ছাত্রদের টাকা আয় করার কিছু উপায় বলার চেষ্টা করবো।

 

ছাত্রদের টাকা আয় করার উপায়

এই আর্টিকেল এ অনেক গুলো কাজ এর লিস্ট দিচ্ছি। এর মধ্যে এমন অনেক কাজ আছে যেখানে কোনো স্কিল এর দরকার হবে না। আবার এমন কিছু কাজ আছে যে গুলো করার জন্য আপনার কিছু নির্দিষ্ট স্কিল থাকা খুব জরুরি। তবে সেই স্কিল যে শিখে নিতে পারবেন না এমন নয়।

এই তালিকার সব কাজ সবার জন্য নয়। আপনি আপনার পড়াশোনা ঠিক রেখে যে টা করতে পারেন সেই কাজ করবেন। এই কাজ গুলো শুধু মাত্র আপনার বেসিক টাকা ইনকাম এর জন্য।

আপনি হয়তো জানেন যে এখন কাজ করার মূলত দুইটি মাধ্যম আছে, এক হলো অনলাইন থেকে টাকা ইনকাম আর দ্বিতীয়ত হলো অফলাইন থেকে টাকা ইনকাম। এখানে এই দুই ক্যারিয়ার কাজ এর লিস্ট দেওয়া আছে। আপনার দ্বারা যেটা করা  সম্ভব সেটাই করবেন।

 

অফলানে ছাত্রদের টাকা ইনকাম করার উপায় :

অফলানে ছাত্রদের টাকা ইনকাম করার উপায় :

যদি আপনার অনলাইন এ কাজ করার সুযোগ না থাকে বা অনলাইন এ কাজ করে টাকা ইনকাম করতে না পারেন তা হলে আপনি অফলাইন এর জনপ্রিয় কিছু কাজ করে ছাত্র জীবনেই টাকা ইনকাম শুরু করতে পারেন।

 

1. Part-time job

আপনি চাইলেই পার্ট টাইম জব করে অনলাইন থেকে ছাত্র অবস্থায় টাকা ইনকাম করা শুরু করতে পারেন। ছাত্রদের full time job করা কখনোই সম্ভব নয়। ছাত্রদের টাকা আয় করার শেরা 10 টি পার্ট টাইম জব এর তালিকা আমার ওয়েবসাইটে পাবেন।

তবে সব ছাত্রদের জন্য part time job করে টাকা আয় করা সম্ভব নয়। যারা University লেভেলে আছেন তারাই শুধু এটা করে টাকা ইনকাম করতে পারেন। কলেজ লেভেলে part time job করা সম্ভব নয়।

 

Part time job কোথায় পাবেন?

আপনি ঠিক আছে part time job করে টাকা ইনকাম করবো। কিন্তু job পাবো কোথায়? কিভাবে ম্যানেজ করবো?

অনেক সময় part time job এর অফার বিভিন্ন নিউজ পেপার ওয়েবসাইটে দিয়ে থাকে। এছাড়াও bd jobs এর ওয়েবসাইট নিয়মিত দেখলেই আপনি part time করার জন্য বিভিন্ন কাজ দেখতে পাবেন।

 

2. ছাত্রদের টাকা আয় করার জন্য শো রুমের চাকরি

যারা marketing এর ব্যাপারে আগ্রহী তারা চাইলে যে কোন শো রূমের চাকরি করতে পারেন। বিশেষ করে যারা marketing department এর পড়াশোনা করছেন তারা এই চাকরি করে বেশ মজা পাবেন। আর একাডেমিক ব্যপার গুলোর সাথে কাজের মিল থাকলে পড়ে সেটা CV তে Add করা যাবে।

বিভিন্ন brand এর show room এ sales man এর চাকরি করে ছাত্র অবস্থায় টাকা আয় করতে পারবেন। আর দক্ষতা অর্জন করার সুবর্ণ সুযোগ পেতে পারেন।

 

3. ফুড ডেলিভারি করে টাকা আয় করার উপায়

ছাত্রদের টাকা আয় করার এটা একটা কার্যকর উপায়। আমাদের দেশের ছাত্রদের অনেকেই টাকা আয় করার উপায় হিসেবে ফুড ডেলিভারি কে বেছে নিয়েছে।

ফুড ডেলিভারি সাইট গুলো নিয়মিত ডেলিভারি man নিয়োগ দেয়। আপনার যদি একটা বাই সাইকেল থাকে তাহলেই আপনি এই সুযোগ কাজে লাগাতে পারেন।

ডেলিভারি চাকরি কোথায় পাবেন ?

নিয়মিত ডেলিভারি কোম্পানি গুলোর ওয়েবসাইট দেখতে পারেন। বা বিভিন্ন জব ওয়েবসাইট এর মধ্যে তারা তাদের চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে।

আপনি bd jobs টাইপ জব পোর্টল দেখতে পারেন অথবা আপনি ফেসবুকে তাদের ফলো করতে পারেন চাকরির বিজ্ঞাপন গুলো পাওয়ার জন্য।

 

4. টিউশন পড়িয়ে ছাত্রদের টাকা আয়

ছাত্রদের টাকা আয় করার উপায় গুলোর মধ্যে সব থেকে পড়ানো হলো টিউশন পড়িয়ে টাকা ইনকাম। সব থেকে বেশি ছাত্র যে কাজ করে তাদের হাত খরচ বহন করে তা হলো টিউশনি।

টিউশনি করে যেমন টাকা আয় করা যায় তেমনি এটা জ্ঞান চর্চা করার একটা ভালো উপায়। যারা নিয়মিত জ্ঞান অর্জন এর মধ্যে থাকতে পছন্দ করেন তারা চাইলে টিউশনি করে ছাত্র অবস্থায় টাকা ইনকাম শুরু করতে পারেন।

টিউশনি করার জন্য আপনাকে দিনে বেশি সময় দিতে হবে না। একটা নির্দিষ্ট সময়ে টিউশনি করা যায়। ছাত্র জীবনে বেশী টিউশনি করা ঠিক না। একটি বা দুইটির বেশী করতে গেলে সময় মেলানো সম্ভব হয় না। আবার নিজের পড়াশোনার উপর যেন কোন প্রভাব না পরে সে দিকে খেয়াল রাখতে হবে।

টিউশনি পাওয়ার উপায়

বর্তমানে টিউশনি পাওয়া খুব বেশী কঠিন নয়। দেওয়ালে লিফলেট লাগাবেন না। কারণ এটা এখন আর তেমন কাজ করে না। আপনি টিউশন পড়ানোর জন্য সোস্যাল মিডিয়া কে ব্যাবহার করতে পারেন। আপনি টিউশন পড়ানোর জন্য পোস্ট দিতে পারেন অথবা আপনি যে এলাকায় থাকেন সেখানে লোকেশন দিয়ে টিউশন মিডিয়া দিয়ে সার্চ দিয়ে খুজে বের করতে পারেন।

তাছাড়া এখন বিভিন্ন tuition খোঁজার app আছে। আপনার কাজ হবে সেই অ্যাপ থেকে নিজের জন্য ভালো টিউশনি খুঁজে বের করা।

 

ছাত্রদের অনলাইনে টাকা আয় করার উপায়

2023 সালে এসে ছাত্রদের অনলাইন থেকে টাকা ইনকাম / আয় করা খুব সাভাবিক একটা বিষয়। আপনার যদি যোগ্যতা থাকে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য দরকার হয় স্কিল। আপনাকে এখানে কেউ আপনার একাডেমিক যোগ্যতার কথা শুনতে চাইবে না। এখানে টাকা ইনকাম এর জন্য দরকার হবে একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভালো স্কিল বা দক্ষতা।

অনলাইন থেকে টাকা আয় করার জন্য কি কি স্কিল আছে। ছাত্রদের টাকা আয় করার উপায় গুলো এখানে বলার চেষ্টা করছি।

 

1. অনলাইন সার্ভিস প্রদান করে টাকা আয়

একজন ছাত্র চাইলেই অনলাইন সার্ভিস প্রদান করে টাকা আয় করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি সহজে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারেন বা অনলাইন স্টোর খোলার কাজ করতে পারেন। এই এই সার্ভিস গুলো অনলাইনে প্রদান করে ছাত্র জীবনেই টাকা আয় করতে পারেন।

আপনাকে উদ্যোগী হতে হবে। আপনি যদি এখন থেকেই একটা নির্দিষ্ট স্কিল শিখে নিতে পারবেন তাহলে সেটা পরে আফনার ক্যারিয়ারে ব্যবহার করতে পারবেন।

 

2. ওয়েব ডেভেলপমেন্ট এবং এপ্লিকেশন ডেভেলপমেন্ট এর মাধ্যমে আয় করা

ওয়েব ডেভেলপমেন্ট এবং এপ্লিকেশন ডেভেলপমেন্ট স্কিল একবার শিখে নিতে পারলে আপনার টাকা ইনকাম এর চিন্তা করতে হবে না। কারণ ফ্রিল্যান্সিং করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

ভিন্ন background এর ছাত্রদের জন্য ওয়েব ডেভেলপমেন্ট এবং এপ্লিকেশন ডেভেলপমেন্ট এর স্কিল শেখা একটু কষ্টের হতে পারে। তবে একবার শিখে নিতে পারলে আর কষ্ট থাকবে না।

 

3. ওয়েব ডিজাইন করে টাকা আয় করা

ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব ডিজাইন কিন্তু এক বিষয় নয়। ওয়েব ডিজাইন একটা আলাদা স্কিল। যেটা শিখে নিতে পারলে ছাত্র অবস্থায় টাকা আয় করতে পারবেন।

ওয়েব ডিজাইন করে টাকা আয় করার জন্য আপনার কিছু দক্ষতার প্রয়োজন হবে। আপনার ওয়েব সাইট তৈরি করতে পারতে হবে। এবং আপনি সম্পূর্ণ বিনামূল্যে ওয়েব সাইট তৈরি করা শিখতে চাইলে আপনি youtube এ সার্চ করতে পারেন। একজন ওয়েব ডিজাইনার হতে চাইলে আপনাকে ওয়েব ডিজাইন সম্পর্কে জানতে হবে।

 

4. অনলাইন ফ্রিল্যান্সিং করে ছাত্রদের টাকা আয়

আপনার কাছে যদি একটা নির্দিষ্ট স্কিল থাকে তাহলেই আপনি সেই স্কিল টাকে ব্যবহার করে অনলাইনে ফ্রিল্যান্সিং করে ছাত্র জীবনেই টাকা ইনকাম করে পারেন।

আপনি ছাত্র জীবনেই ফ্রিল্যান্সিং করতে পারেন কারণ আপনার নিজের অবসর সময়ে কাজ করতে পারবেন।

আপনার সমস্ত কাজ শেষ করার পরে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারেন এবং অনলাইন ফ্রিল্যান্সিং পেশার মাধ্যমে ছাত্র জীবনেই টাকা উপার্জন করতে পারেন।

বিভিন্ন ফ্রিল্যান্সিং স্কিল সম্পর্কে জানার জন্য আপনি আমার এই ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে পারেন।

 

5. অনলাইন টিউশনি করে আয় – ছাত্রদের টাকা আয় করার উপায়

এখন আপনি চাইলেই অনলাইনে ছাত্রদের পড়তে পারেন। বর্তমান সময়ে এটা খুব জনপ্রিয়তা পাচ্ছে। একটা সময়ে বাসায় গিয়ে টিউশনি পড়ানো ছিল ছাত্রদের টাকার আয় করার একমাত্র উপায়।

এখন আপনি চাইলে অনলাইন এ টিউশনি করতে পারেন। অনলাইনে টিউশনি করার জন্য আপনাকে প্রথমে অনলাইনে একটা পরিচিতি তৈরি করে নিতে হবে। তা না হলে হবে না। আপনি চাইলে বিভিন্ন একাডেমিক সমস্যার সমাধান করে youtube এ ছাড়তে পারেন।  এর পর সেখান থেকে টিউশনি করতে পারেন।

 

6. ওয়েবসাইট তৈরি করে টাকা ইনকাম

আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবং এটা বেশিরভাগ সময়ে স্কিল উন্নয়নের পাশাপাশি অতিরিক্ত টাকা আয় করার একটা মাধ্যম হতে পারেন। আপনার একটা ব্লগ ওয়েবসাইট থাকলে  সেখান থেকে বিভিন্ন ভাবে টাকা ইনকাম করতে পারবেন। ওয়েবসাইটে google ad এর মাধ্যমে অনেক টাকা উপার্জন করতে পারেন।

এছাড়াও আমি ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার উপায় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই ওয়েবসাইটেই সেটা দেখতে পারেন।

2023 সালে এসে ওয়েবসাইট তৈরি করে বা ব্লগিং করে কি ইনকাম করা সম্ভব এটা জানতে চাইলে আমার ওয়েবসাইট একটা পোস্ট আছে।

 

7. অনলাইন ব্লগিং করে ইনকাম – ছাত্রদের টাকা আয় করার উপায়

ছাত্রদের টাকা আয় করার উপায় গুলোর মধ্যে এটা একটা খুব সহজ উপায়। আপনি অনলাইন ব্লগিং করতে পারেন এবং আপনি নিজের লেখাগুলি বিভিন্ন সাইটে প্রকাশ করতে পারেন অথবা একটি ব্লগ ওয়েবসাইট পরিচালনা করতে পারেন।

আপনি একটি ব্লগ ওয়েবসাইট পরিচালনা করতে চাইলে আপনাকে ব্লগিং সম্পর্কে জানতে হবে। আপনি চাইলে প্রথমে একটা ব্লগার ওয়েবসাইট তৈরি করে আপনার লেখাগুলি প্রকাশ করতে পারেন।

যদি আপনি কোনো সমস্যায় পড়ে থাকেন তবে আপনি সরাসরি আমাকে জানতে পারেন। আমি আপনাকে সাহায্য করার চেস্টা করবো।

 

ছাত্রদের টাকা আয় করার সহজ উপায়

8. ভিডিও দেখে টাকা উপার্জন করা

আপনি ইন্টারনেটে চলমান বিভিন্ন টাকা ইনকাম করার অ্যাপ ডাউনলোড করে ভিডিও দেখতে পারেন এবং সেগুলি দেখার জন্য আপনাকে টাকা দেওয়া হবে। কিছু অ্যাপ আছে যেখানে সত্যিই ভিডিও দেখে টাকা আয় করা যায়।

তবে আমি আপনাকে ভিডিও দেখে টাকা ইনকাম করতে বলবো না। কারণ এটা খুব সহজ হওয়ার কারনে বেশীরভাগ fake টাকা ইনকাম করার অ্যাপ। তাছাড়া ভিডিও দেখে খুব বেশী টাকা ইনকাম করা সম্ভব হয় না।

 

9. অনলাইন সার্ভে কাজ – ছাত্রদের টাকা আয় করার উপায়

আপনি অনলাইন সার্ভিস সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে সার্ভে করে টাকা ইনকাম করতে পারেন। অনলাইনে বিভিন্ন সময়ে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানার জন্য সার্ভে করে থাকে। আপনি ঐ সব সার্ভে তে অংশগ্রহণ করে তাদের প্রশ্নের উত্তর দিবেন তার বিনিময়ে আপনি কিছু টাকা পাবেন।

ছাত্রদের টাকা আয় করার উপায় গুলোর মধ্যে এটাও খুব জনপ্রিয়। আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইটে অনলাইন সার্ভে করে টাকা ইনকাম করতে পারবেন।

 

10. ডাটা এন্টি করে টাকা ইনকাম

আপনি কিছু নির্দিষ্ট সফটওয়্যার সম্পর্কিত কাজ করতে পারেন যেমন ডাটা এন্ট্রি করা, ডাটা সংগ্রহ করা, কোড লিখা এবং analysis করা। এই কাজগুলি করার জন্য আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না। কঠিন স্কিল সম্পর্কে জানতে হবে না।

Excel সম্পর্কে জানা থাকলেই আপনি ডাটা এন্ট্রি কাজ করে অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন। ডাটা এন্টি করার জন্য আপনাকে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে যেতে হবে।

 

11. সামাজিক মাধ্যম ব্যবহার করে টাকা উপার্জন করা

বিভিন্ন সামাজিক মাধ্যম / সোস্যাল মিডিয়া ব্যবহার করে আপনি নিজের প্রোফাইল বা পেজ খুলতে পারেন এবং আপনি আপনার প্রোফাইলে / পেজে বিজ্ঞাপন দেখাতে পারেন। এছাড়াও, আপনি সামাজিক মাধ্যম ব্যবহার করে আপনার ব্যবসা বা products বিক্রয় করতে পারেন।

সোস্যাল মিডিয়া কন্টেন্ট creator হয়ে নানা বিষয়ে ভিডিও তৈরি করে অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব। আপনি চাইলে এই সুযোগ কাজে লাগাতে পারেন।

 

12. ড্রপ শিপিং করে টাকা ইনকাম

ছাত্রদের জন্য টাকা ইনকাম করার আরেকটা কার্যকর উপায় হলো ড্রপ শিপিং করে টাকা আয় করা। আমাদের দেশে এটা এখনো এতো জনপ্রিয়তা পায় নাই। তবে বাইরের দেশে এটা খুব জনপ্রিয়।

আপনার ই-কমার্স সাইট খুলতে হবে এবং আপনি বাইরে থেকে এনে ঐ পণ্যগুলি বিক্রয় করবেন। আপনাকে প্রোডাক্ট স্টক রাখতে হবে না। আপনি allibaba টাইপ কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে আপনার ওয়েবসাইট ও সোস্যাল মিডিয়া ব্যবহার করে পণ্যগুলি বিক্রয় করবেন।

আপনি ওয়েব তৈরি করতে না চাইলে daraz এ একটা সেলার একাউন্ট করে সেখান থেকে products সেল করতে পারেন।

এই সমস্ত উপায়ে আপনি ছাত্র থাকা অবস্থাতেই টাকা আয় করতে পারেন। আপনি যে কোনো উপায় ব্যবহার করে টাকা উপার্জন করতে পারেন তবে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী করতে হবে। ( ছাত্রদের টাকা আয় করার উপায় )

Read More: freelancing websites in bangladesh

 

শেষের কথা: এই আর্টিকেল এর মাধ্যমে ছাত্রদের টাকা আয় করার উপায় গুলো বলার চেষ্টা করেছি। এখানে মোট 15 টি শেরা ছাত্রদের টাকা আয় করার উপায় বলা হয়েছে। এ ছাড়াও আরও কিছু আছে যেগুলো সম্পর্কে বলা সম্ভব না। আপনার যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। কোনো ভুল করে ক্ষমা করে দিবেন।

ধন্যবাদ ❤

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button